বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের শামলির কাইরানায় বসবাসকারী ২ ফুট ৬ ইঞ্চি উচ্চতার আজিম মনসুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের বিয়ের জন্য আবেদন জানিয়েছেন। পাশাপাশি, আজিম বলেছেন যে, ২০২১ এর ৯ মার্চ, হাপুরের এক মহিলার সাথে তাঁর বাগদান সম্পন্ন হয়। পাশাপাশি, সেই মহিলার উচ্চতাও আজিমের মতই। এদিকে, পাত্রীপক্ষ বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকলেও আজিমের বাবা-মা চান না যে, তাঁর এখনই বিয়ে হোক। পাশাপাশি, আজিম জানিয়েছেন যে, তাঁর বাবা-মা, তিন ভাইয়ের একসঙ্গে বিয়ে দিতে চান।
এমতাবস্থায়, গত বৃহস্পতিবার আজিম হাতে একটি পোস্টার নিয়ে SHO-র কাছে পৌঁছে আবেদন করেন যে, অনুগ্রহ করে তাঁর বিয়েটা যেন দিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে আজিম জানিয়েছেন যে, “আমার পরিবারের লোকজন আমার বিয়ে দিচ্ছেনা। আমি যার সাথে বিয়ে করতে চাই সে হাপুর থেকে বি.কম করছে।” এদিকে, কাইরানার SHO তাঁর লেখা আবেদনপত্র গ্রহণ করে আজিমের দ্রুত বিয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাঁকে আশ্বাস দেন।
এদিকে, আজিম বলেন, “আমার বিয়ে করার খুব ইচ্ছে আছে। আমি রাতে ঘুমোতে পারি না। কেউ জানে না আমি আমার জীবনসঙ্গীর জন্য কতটা বিচলিত। আমার ভাইদের বিয়ে হতে থাকবে, কিন্তু আগে আমাকে বিয়ে করিয়ে দিন। আমার বাবা-মা আমার বিয়েটা না দিয়ে ভুল করছেন।”
শুধু তাই নয়, তিনি আরও বলেন, “রমজানও চলে গেল এবং আমিও কেঁদে কেঁদে বিয়ের জন্য প্রার্থনা করেছিলাম। আমার বাবা-মা বলেছিলেন ঈদের সময়ে আমার বিয়ে হবে। এখন ঈদও চলে গেছে। আমি প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আমার বিয়ের জন্য সুপারিশও করেছি, কিন্তু আমার কথা কোথাও শোনা হচ্ছেনা।”
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে, ২৮ বছর বয়সী আজিম মনসুরি মহিলা থানায় গিয়েও তাঁর বিয়ের জন্য পুলিশকর্মীদের অনুরোধ করেন। এই প্রসঙ্গে আজিম মনসুরির দাদা হাজী সেলিম মনসুরি বলেছেন, তিন ভাইয়ের বিয়ে হবে আগস্টে। পাশাপাশি, তিনি আরও বলেন যে, কনেপক্ষ তাঁর কাছে এসেছিলেন এবং তিনি প্রস্তুতও রয়েছেন। জানা গিয়েছে, আজিমের ছোট দুই ভাইয়েরও বাগদান হয়েছে। তিন ভাই একসঙ্গে বিয়ে করবেন।
এদিকে, আজিম প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছাড়াও, বলিউড অভিনেতা সলমান খান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছেও তাঁর বিয়ের জন্য অনুরোধ করেছেন। এমতাবস্থায়, জানা গিয়েছে যে, হাপুরের বাসিন্দা বুশরার সঙ্গে আজিম মনসুরীর বাগদান নিশ্চিত হয়েছে। ২১ বছর বয়সী বুশরা বি.কম করছেন।

পাশাপাশি, আজিম মনসুরির বাবা হাজি নাসিম জানান, তাঁর দ্বিতীয় ছেলে চাঁদের বাগদানও হয়েছে হাপুরে। এছাড়াও, তৃতীয় ছেলের বাগদান সম্পন্ন হয়েছে জ্বালাপুরে। বাড়ি তৈরির পরই তিন ভাই একসঙ্গে বিয়ে করবেন বলেও জানিয়েছেন তিনি।
 
			 
 
    




 Made in India
 Made in India