ভাইরাল ভিডিও (viral video) বদলে দিয়েছে কান্ত প্রসাদ এবং তাঁর স্ত্রী বাদামি দেবীর জীবন । দুই দিনের মধ্যে এত লোক সাহায্যের জন্য এগিয়ে এসেছে যে বয়স্ক দম্পতির জীবন আমূল বদলে যায়। নেটপাড়ার প্রতি এই দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তাঁর জীবনের কথা জানিয়েছেন।

কান্ত প্রসাদ বলেছেন, “আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র ৫ বছর এবং আমার স্ত্রী (বাদামী দেবী) এর বয়স ছিল ৩ বছর। সেই সময় ব্রিটিশরা অবিবাহিতা মহিলাদের উত্যক্ত করত তাই আমাদের ছোটবেলাতেই বিয়ে দিয়ে দেওয়া হয়।
আমাদের নিজস্ব কোনও পছন্দ ছিল না, আমার এটি পছন্দ করতে হয়েছিল এবং তাকেও আমাকেও ভালোবাসতে হয়েছিল। বিয়ে আমাদের কাছে ‘স্ট্যাম্পের মতো’ ছিল, আমরা মাত্র ৫ বছর বয়সে একসাথে থাকতে শুরু করেছিলাম। 1961 সালে আমরা বিয়ে করি। উন্নত সুযোগের আশায় আমরা ২১ বছর বয়সে উত্তরপ্রদেশ থেকে দিল্লি এসেছি। “
দিল্লিতে তাঁর জীবন সম্পর্কে তিনি বলেন, “আমরা যমুনার তীরে থাকতাম। তারপরে ফলের ব্যাবসা থেকে জীবন শুরু করি। তবে বাচ্চারা বড় হওয়ার পরে আমি আরও ভাল কিছু করার কথা ভাবলাম এবং আমরা ‘বাবা কা ধাবা’ শুরু করি।…গতকাল যখন আমি লোক, নেতা, অভিনেতা এবং বিখ্যাত ব্যক্তিদের ভিড় দেখেছি, আমি খুশি হয়েছি। আমি এই সম্পর্কে ২১ বছর বয়সে স্বপ্ন দেখেছিলাম এবং শেষ দিনটিতে আমি আমার স্বপ্নগুলি সত্য হতে দেখেছি। “





Made in India