বাংলাহান্ট ডেস্ক: সব ঠিকঠাক হয়েও শেষ মুহূর্তে পিছিয়ে এলেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। এ যেন কিছুটা তীরে এসে তরী ডোবার মতো ব্যাপার। সর্বত্রই খবর রটে গিয়েছিল যে অভিনয়ে ফিরছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রথম ছোটপর্দার কোনো সিরিয়ালে দেখা যাবে তাঁকে। কিন্তু শেষমেষ ভেস্তে গেল সবটাই। সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন বাবুল নিজেই।
টলিপাড়ায় কানাঘুঁষো চলছিল, পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর অনুরোধেই নাকি অভিনয় করতে রাজি হয়েছেন বাবু্ল। দশ বছরেরও বেশি সময় পর ফের লাইট ক্যামেরা অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন তিনি। এতদিন রাজনৈতিক জীবনের তরজা নিয়েই ব্যস্ত ছিলেন বাবুল। মন্ত্রীত্ব খোয়ানো, দলবদল এসবের মাঝে পড়ে বেশ টালমাটাল পরিস্থিতিতে ছিলেন তিনি।

এখন অবশ্য তৃণমূলে ফিরে অনেকটাই স্থিরতা এসেছে তাঁর জীবনে। তাই ফের একবার অভিনয়ের সুযোগ পেয়ে আর না করেননি বাবুল। শোনা গিয়েছিল, রাজের প্রযোজনা সংস্থার তরফে শীঘ্রই একটি নতুন সিরিয়াল শুরু হবে, আর সেখানেই অভিনয় করবেন বাবুল। কোনো ছোটখাট পার্শ্বচরিত্র নয়, একেবারে নায়কের ভূমিকায় দেখা যাবে।
বাবুলের বিপরীতে দেবচন্দ্রিমা সিংহ রায়। ইতিমধ্যেই লুক টেস্টও হয়ে গিয়েছে দূজনের। এতদূর এসেও পিছিয়ে গেলেন কেন বাবুল? জানা যাচ্ছে, রাজনীতির জন্যই সিরিয়াল ছাড়ছেন তিনি। আসলে মুখ্য চরিত্র বলে মাসে অন্তত ২২-২৪ দিন কাজ করতেই হবে। কিন্তু বাবুলের পক্ষে এই মুহূর্তে রাজনীতি ছেড়ে এতটা সময় অভিনয়ে দেওয়া সম্ভব নয়।
যদিও অভিনয় সম্পূর্ণ ছাড়ছেন না বাবুল। সম্প্রতি ‘ধুলোকণা’ সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সিরিয়ালে নিজের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। গায়ক রাজনীতিক জানান, এমন ছোটখাট চরিত্রের জন্য তিনি অভিনয় করতেই পারেন। কিন্তু এখনি মুখ্য চরিত্রের জন্য সময় দিতে পারবেন না তিনি।





Made in India