বাংলাহান্ট ডেস্ক : বাংলা ধারাবাহিক জগতে জনপ্রিয় নাম ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) পর্দায় চোখ রাখলেই দেখা যায় এই সিরিয়াল। প্রতি সপ্তাহেই টিআরপি তালিকার দ্বিতীয় আসনে দেখা যায় এই সিরিয়ালের নাম। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। অভিনয়ের জন্য তিনি বরাবরই থাকেন লাইমলাইটে। তবে সম্প্রতি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে চর্চা।
প্রথম সিরিয়ালে অভিনয় করেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন অঙ্কিতা। গোটা দেশ জুড়ে রয়েছে তাঁর জয়জয়কার। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তবে অনেকেই হয়ত জানেন না তাঁর শিকড় আসলে ভারতে নয়। কলকাতায় থাকলেও অভিনেত্রীর সঙ্গে রয়েছে বাংলাদেশের যোগসূত্র।

গোয়েন্দা চরিত্রে অভিনয় করে দুই বাংলা কাঁপাচ্ছেন রুপোলি পর্দার ‘জগদ্ধাত্রী’। জানা যাচ্ছে, অভিনেত্রীর বয়স মাত্র ২১। আর এইটুকু বয়সেই দক্ষতার সঙ্গে কাজ করছেন তিনি। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, ২০০১ সালে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। একান্নবর্তী পরিবারেই বেড়ে ওঠা।

সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে ছোটবেলার পড়াশুনা সম্পূর্ন করেন অঙ্কিতা। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি চলে আসেন কলকাতায়। পড়াশুনার পাশাপাশি মডেলিং শুরু করেন তিনি। আর এরপরেই আসে অভিনয়ের প্রস্তাব। না করেননি অভিনেত্রীও।

প্রথম সুযোগেই মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান অঙ্কিতা। আর তাঁর অভিনয় যে দর্শকরা ঠিক কতটা পছন্দ করেছেন তা আর নতুন করে বলার কিছুই নেই। পর্দায় নিজের চরিত্র অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। আর সেকারণেই দুই বাংলাতেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী।





Made in India