বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ অবনতির পথে ভারত ও বাংলাদেশের (Bangladesh) দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশের অশান্তির আবহে সমস্যা দেখা দিয়েছে শুঁটকি মাছ রপ্তানিতেও। বাংলাদেশীদের কাছে অত্যন্ত প্রিয় এই শুঁটকি মাছ। তবে রপ্তানি ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় ওপার বাংলায় মন খারাপ শুঁটকি প্রেমীদের।
বাংলাদেশের (Bangladesh) দুরাবস্থা
শীতকালে বেশ ত্বরান্বিত হয় শুঁটকি মাছ তৈরির কাজ। পশ্চিমবঙ্গ থেকে শুঁটকি মাছ পৌঁছে যায় অসম, ত্রিপুরা-সহ দেশের একাধিক প্রান্তে। একই সাথে এপার বাংলা থেকে বিপুল পরিমাণ শুঁটকি রপ্তানি করা হয় বাংলাদেশে (Bangladesh)। তবে চলতি বছর চিত্রটা সম্পূর্ণ উল্টো।

বাংলাদেশের বাজারে শুঁটকি মাছের চাহিদা থাকে চোখে পড়ার মতো। তবে চলতি বছর শুঁটকি রপ্তানিকারকরা কম দামের কারণে বিরত থাকছেন রপ্তানি থেকে। বাংলাদেশের (Bangladesh) ব্যবসায়ীরা অনেক কম দর দিচ্ছেন শুঁটকি মাছের ক্ষেত্রে। তাই খুব একটা লাভের মুখ দেখার আশা করছেন না রপ্তানিকারকরা।
আরোও পড়ুন : জারি বিজ্ঞপ্তি! কেন্দ্রের পর এবার পশ্চিমবঙ্গেও ফিরছে পাশ-ফেল প্রথা? বড় আপডেট
সেই কারণে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন শুঁটকি মাছ প্রস্তুতকারকরা। সারা বছর কিন্তু প্রস্তুত করা হয় না শুঁটকি মাছ (Dried fish)। প্রধানত শীতের মৌসুমেই এই মাছের প্রস্তুতি হয়। মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই অবস্থায় যদি কম দাম পাওয়া যায় তাহলে ক্ষতির মুখোমুখি হবেন মাছ প্রস্তুতকারকরা।

শুঁটকি মাছ তৈরি করে সংসার নির্বাহ করেন অনেকেই। তবে এমন অবস্থায় বেজায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে চলতি বছর। তার উপরে বাংলাদেশের ব্যবসায়ীরা বেশি দামে মাছ কিনতে আগ্রহী নন। তাই অনেকেই শুঁটকি মাছ তৈরি করেও বিক্রি করতে পারছেন না।





Made in India