বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশ (Bangladesh) এবং দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস, দুজনেরই অবস্থা যথেষ্ট সঙ্কটে রয়েছে। আর্থিক পরিস্থিতি উদ্বেগজনক ভারতের এই প্রতিবেশী দেশের। ফলত কখনো পাকিস্তান, কখনো চিনের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টায় রয়েছে বাংলাদেশ (Bangladesh)। সম্প্রতি বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন ইউনূস। এদিকে আবার চিনের সঙ্গেও বাংলাদেশের (Bangladesh) ঘনিষ্ঠতা উদ্বেগ বাড়াচ্ছে ওয়াকিবহাল মহলের। খুব শীঘ্রই চিন সফরে যাচ্ছেন ইউনূস। সেখানে দুই দেশের প্রধানের মধ্যে কোনো চুক্তি হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা।
চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের (Bangladesh) ইউনূস
এর আগে বাংলাদেশের (Bangladesh) তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেছে চিন। অন্যদিকে চিনের ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’এ বাংলাদেশ যোগদান করবে কিনা তা নিয়েও অব্যাহত রয়েছে জল্পনা। এর মাঝেই ইউনূসের চিন সফর নিয়ে মুখ খুললেন বাংলাদেশের (Bangladesh) বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিন ঢাকায় তিনি স্পষ্ট করে দেন, ইউনূসের চিন সফরে কোনো চুক্তি সাক্ষরিত হবে না। তবে কয়েকটি ‘মউ’ সাক্ষর হতে পারে বলে জানিয়েছেন তিনি।

কী বললেন বিদেশ উপদেষ্টা: চিনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এ বাংলাদেশের (Bangladesh) যোগদানের সম্ভাবনার বিষয়ে তৌহিদ হোসেন মন্তব্য করেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। জিডিআই তে যুক্ত হতে তাঁদের আপত্তি নেই ঠিকই, তবে তাঁরা এর অংশ হবেন কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরো পড়ুন :
কী উদ্দেশ্য সফরের: চিনের পাঠানো বিমানেই সে দেশে যাবেন ইউনূস, এমনটাই জানা যাচ্ছে। এই সফরকে ‘মাইলফলক’ বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত। ইউনূসের এই সফর ফলপ্রসূ হবে বলেই আশাবাদী তিনি। দুই দেশ যাতে লাভবান হয় সেটাই এই সফরের উদ্দেশ্য বলে জানান তিনি। উল্লেখ্য, তৌহিদ হোসেন নিজেও এর আগে গিয়েছিলেন চিন সফরে। তবে সেখানে বাংলাদেশের (Bangladesh) তিস্তা প্রকল্প নিয়ে কোনো রকম আলোচনা হয়নি বলেই জানিয়েছিলেন তিনি।
আরো পড়ুন : গদি হারাবেন হাসিনা, আগে থেকেই জানত ভারত? বাংলাদেশ নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন জয়শঙ্কর
তিস্তা প্রকল্পের উপরে চিন অনেকদিন ধরেই নজর দিয়ে রেখেছে। হাসিনা জমানায় এই প্রকল্পের জন্য ভারতের সঙ্গে হাত মেলাতেও রাজি ছিল জিনপিং প্রশাসন। অন্যদিকে দিল্লি সফরে এসে ভারত সরকারের থেকে প্রস্তাব পেয়েছিলেন শেখ হাসিনা। তিনি সে সময় বলেছিলেন, দুই দেশের প্রস্তাবই খতিয়ে দেখা হবে। তবে বর্তমানে ইউনূস সরকার এই প্রকল্প নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।





Made in India