বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশের এক ছাত্র শিমলার হোস্টেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন।বাংলাদেশী ওই ছাত্রের নাম মহম্মদ আজাজুল ইসলাম(২০)। শিমলার যে বাড়িতে আজাজুল থাকতো সেই বাড়ি থেকে বুধবার আজাজুলের দেহ ও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
শিমলার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট প্রমোদ শুক্লা জানান,বাংলাদেশের ওই ছাত্র বুধবার রাতে আত্মহত্যা করেছে যদিও ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।
আজাজুল ইন্সটাগ্রামে জানিয়েছিলেন যে সে আত্মহত্যা করতে চলেছেন। পুলিশ ইনস্টাগ্রামের পোস্টকে আত্মহত্যার নোট বলে মনে করছেন। পুলিশের ধারণা আজাজুল প্রেমে ব্যর্থতা থেকেই এই আত্মহত্যা করেছে। পুলিশ আজিজুলের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে এখনো পর্যন্ত মৃত্যুর আসল কারণ বোঝা যাচ্ছে না।





Made in India