বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় অবৈধ অনুপ্রবেশ (Illegal Infiltration) নিয়ে একাধিকবার সরব হয়েছে বিজেপি (BJP)। সম্প্রতি শিরোনামে উঠে আসে কাকদ্বীপের নিউটন দাসের কথা। অভিযোগ, বাংলাদেশ থেকে এদেশে এসে তৃণমূল (Trinamool Congress) নেতা হয়ে ওঠেন তিনি। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। সম্প্রতি ওপার বাংলায় কোটা আন্দোলনে নিউটনের ছবি ভাইরাল হওয়ার পর তাতে নতুন মাত্রা যোগ হয়েছে।
বাংলাদেশি তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ!
নিউটনের দাবি, ২০১৪ সাল থেকে এদেশের ভোটার তিনি। তবে ২০১৭ নাগাদ তাঁর ভোটার কার্ড হারিয়ে গিয়েছিল। সেই সময় স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় ফের নিজের ভোটার কার্ড ফিরে পান। যদিও মন্টুরামের দাবি, নিউটনকে তিনি চেনেন না।
নিউটন ২০১৪ সালে ভারতে আসার কথা বললেও তাঁর দাদা আবার জানিয়েছেন, করোনা কালে এদেশে এসেছিলেন তাঁর ভাই। জন্ম, পড়াশোনা সবই বাংলাদেশে করেছেন। এখানকার ভোটার তালিকায় (Voter List) নিউটনের নাম কীভাবে উঠল সেই বিষয়ে তাঁর কোনও ধারণা নেই।
আরও পড়ুনঃ ‘রামনবমীতে দেড় কোটি মানুষ শামিল, রথেও তাই করতে হবে’! বিরাট কর্মসূচি শুভেন্দুর
এবার জানা যাচ্ছে, এদেশের ভোটার তালিকা থেকে বাংলাদেশি নিউটনের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে এমনটাই খবর।
অন্যদিকে ইতিমধ্যেই সুন্দরবন জেলা টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের সঙ্গে নিউটনের ছবি ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, তাঁদের বন্ধুত্বের কথা। শুধু তাই নয়, দেবাশিস ও নিউটন ব্যবসায়িক অংশীদারও ছিলেন বলে খবর।
কয়েক বছর আগে নিউটন যখন গ্রেফতার হয়েছিলেন, সেই সময় দেবাশিসই তাঁকে জেল থেকে বের করেন বলে খবর। তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাবি, নিউটন ও তিনি একসঙ্গে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তাঁদের আলাপ।
উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল (Trinamool Congress) সরকারকে একাধিকবার আক্রমণ শানিয়েছে বিজেপি। নিউটনের ঘটনা সামনে আসার পর কার্যত শোরগোল পড়ে যায়। একজন বাংলাদেশি নাগরিকের নাম কীভাবে এদেশের ভোটার তালিকায় উঠল? দেখা দেয় এই প্রশ্ন। এবার জানা গেল, ভোটার লিস্ট থেকে মুছে দেওয়া হয়েছে নিউটনের নাম।