বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে অন্যতম চর্চিত প্রার্থী তিনি। সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে (Rekha Patra) এবার বসিরহাট কেন্দ্র থেকে দাঁড় করিয়েছে বিজেপি। নাম ঘোষণার পর থেকেই শিরোনামে রয়েছেন তিনি। এবার চর্চা শুরু হয়েছে পদ্ম প্রার্থীর সম্পত্তির পরিমাণ (Rekha Patra Property) নিয়ে।
বৃহস্পতিবার বসিরহাটের বিজেপি ‘ক্যান্ডিডেট’ (Basirhat BJP Candidate) হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন রেখা। সেই সঙ্গেই নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে জমা দিয়েছেন হলফনামাও। রাজ্যের বহু প্রার্থীর সম্পত্তির পরিমাণ যেখানে কোটিতে, সেখানে রেখার সম্পত্তির বিবরণ শুনলে অবাক হতে হয়। বিজেপি (BJP) প্রার্থীর যা আয় এবং সম্পত্তি রয়েছে তাতে আয়কর রিটার্ন জমা করার কোনও তথ্যের উল্লেখ নেই হলফনামায়। তাঁর স্বামী সন্দীপ পাত্রেরও এই বিষয়ক কোনও তথ্য নেই। তবে সন্দেশখালির এই গৃহবধূর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে হলফনামায়।
ভোটের আগে জমা দেওয়া হলফনামায় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন রেখা। সেখান থেকে জানা গিয়েছে, তাঁর হাতে মাত্র ৩ হাজার টাকা নগর রয়েছে। নির্বাচনী অ্যাকাউন্ট সহ রেখার দু’টি অ্যাকাউন্ট আছে। এর মধ্যে এসবিআইয়ের অ্যাকাউন্টে আছে মাত্র ১০ হাজার ৭৬৪.৫৪ টাকা।
আরও পড়ুনঃ কাঁদতে কাঁদতে নামছেন তরুণী! রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নয়া মোড়, পুলিশের হাতে ফুটেজ
অন্যদিকে রেখার স্বামী সন্দীপের একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে রয়েছে ৪ হাজার ৬৯২ টাকা। রেখা এবং তাঁর স্বামীর সম্বল বলতে এটুকুই! তাঁদের কোনও সোনাদানা, গয়না অথবা ফিক্সড ডিপোজিট নেই। দু’চাকা কিংবা চার চাকা গাড়িও নেই পাত্র দম্পতির। হলফনামা অনুযায়ী, রেখার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ হাজার ৭৬৪.৫৪ টাকা। অন্যদিকে তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৬৯২ টাকা।
রেখা এবং সন্দীপের কোনও স্থাবর সম্পত্তি নেই। তাঁদের নামে কোনও চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি নেই। কোনও ঘরবাড়ি অথবা বাণিজ্যিক যানবাহনও নেই তাঁদের নামে। একইসঙ্গে জানানো হয়েছে, তাঁদের নামে কোনও লোন নেই। হলফনামা অনুসারে, রেখা এবং সন্দীপ পাত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ হল শূন্য।

বসিরহাটের বিজেপি প্রার্থী নিজের হলফনামায় জানিয়েছেন, তিনি একজন গৃহবধূ এবং তাঁর স্বামী সন্দীপ রাজমিস্ত্রির কাজ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রেখার স্বামী একজন পরিযায়ী শ্রমিক। অন্যদিকে রেখার শিক্ষাগত যোগ্যতার কথা বলা হলে, হলফনামায় অনুযায়ী, ২০০৩ সালে উত্তর বউঠাকুরানি এফ পি স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাশ করেছিলেন তিনি।
 
			 
 
    




 Made in India
 Made in India