বাংলা হান্ট ডেস্ক: স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না এমন ব্যক্তি বর্তমানে খুঁজে পাওয়াই মুশকিল। আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। এমতাবস্থায়, নতুন স্মার্টফোন কেনার সময়ে প্রত্যেকেই যে বিষয়টিতে সবার আগে নজর দেন তা হল স্মার্টফোনটি কত দ্রুত চার্জ হতে পারে? কারণ, প্রত্যেকেই এখন ফাস্ট চার্জিং বিশিষ্ট স্মার্টফোন (Smartphone) কিনতে চান। যদিও, এই ধরণের মোবাইলে ফাস্ট চার্জিংয়ের সুবিধা মিললেও বেশ কিছু সমস্যারও সম্মুখীন হতে হয় গ্রাহকদের। যা প্রত্যক্ষভাবে ক্ষতি করে স্মার্টফোনের। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।
স্মার্টফোনে (Smartphone) ফাস্ট চার্জিং থাকলে হয়ে যান সতর্ক:
আসলে অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত থাকেন না। তবে, স্মার্টফোন (Smartphone) কেনার আগে অবশ্যই এটা জেনে রাখা প্রয়োজন। নাহলে পরবর্তীকালে আপনি চরম অসুবিধার সম্মুখীন হতে পারেন। এমনকি, এই বিষয়টি ডেকে আনতে পারে বড় বিপদও। আমরা আপনাদের কাছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা এবং অসুবিধা দু’টি বিষয়েই জানাচ্ছি।
ফাস্ট চার্জিংয়ের সুবিধা:
প্রথম সুবিধা: ফাস্ট চার্জিং বিশিষ্ট স্মার্টফোন (Smartphone) অধিকাংশজন পছন্দ করেন। কারণ, এই ফোন অত্যন্ত অল্প সময়ে ব্যাটারি দ্রুত চার্জ করে ফেলে।

দ্বিতীয় সুবিধা: মনে করুন, কোনও প্রয়োজনীয় পরিস্থিতিতে আপনার ফোনটি অত্যন্ত দরকার কিন্তু সেই সময়ে ফোনের ব্যাটারি ফুরিয়ে গেল! তখন ফাস্ট চার্জিংয়ের সাহায্যে, আপনি দ্রুত স্মার্টফোনটি (Smartphone) চার্জ করে ফেলতে পারবেন। তবে, এর জন্য আপনার ফোনের সাথে থাকা ফাস্ট চার্জারটি ব্যবহার করা প্রয়োজন।
আরও পড়ুন: প্রতারণা রুখতে বড় অ্যাকশন! UPI পেমেন্টে মিলবে এই সুবিধা, গ্রাহকদের জন্য আসছে বিশেষ নিয়ম
ফাস্ট চার্জিংয়ের অসুবিধা:
প্রথম অসুবিধা: আপনার যদি স্মার্টফোনের (Smartphone) ব্যাটারি সামান্য কম হলেই বারংবার ফাস্ট চার্জার দিয়ে ফোন চার্জ করার অভ্যাস থাকে, তাহলে অবিলম্বে এই অভ্যাসটি পরিবর্তন করুন। ঘন ঘন ফোন চার্জ করার কারণে, ফোনের ব্যাটারির আয়ু কমতে শুরু করে। সেক্ষেত্রে ব্যাটারি খারাপ হয়ে গেলে তা বদলানোর প্রয়োজন হবে।
আরও পড়ুন: টাটার এই মাল্টিব্যাগার শেয়ার বিনিয়োগকারীদের করল মালামাল! আরও বাড়বে দাম, সামনে এল তথ্য
দ্বিতীয় অসুবিধা: ফাস্ট চার্জিংয়ের কারণে, স্মার্টফোনে (Smartphone) দ্রুত পাওয়ার যায়। এদিকে, ফাস্ট চার্জিংয়ের ফলে ফোনে অতিরিক্ত তাপ উৎপন্ন হতে শুরু করে। যা শুধু ফোনের ব্যাটারিই নয় ফোনের অন্যান্য অংশেরও ক্ষতি করতে পারে। যার ফলে আপনার ফোনের কার্যক্ষমতা কমে যেতে পারে।





Made in India