বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে একটি ভিডিও। এক যুবককে বেধড়ক পেটাচ্ছেন এক দল মানুষ। জানা যাচ্ছে, ওই যুবকের অপরাধ তিনি হিন্দু হয়ে এক মুসলিম মহিলাকে তাঁর বাইকে বসিয়েছেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয় গোটা দেশে।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) রাজধানী পাটনায় (Patna)। এবং ঘটনাস্থল থেকে থানার দূরত্বও খুব বেশি নয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাল গেঞ্জি পরা একটি যুবক বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর পিছনে বসে আছেন এক মহিলা। তিনি বোরখা পরিহিতা। এরপরই সেখানে জমায়েত হয় এক দল যুবক।
पटना में समुदाय विशेष के युवकों की गुंडागर्दी, हिंदू लड़के को जमकर पीटा, मूकदर्शक बनी रही पुलिस। pic.twitter.com/WEZQt8hHQd
— News18 Bihar (@News18Bihar) May 15, 2023
প্রথমে ওই যুবককে বলা হয় বাইকটিকে রাস্তার পাশে দাঁড়। ততক্ষণে বাইক থেকে নেমে গেছেন মহিলা। যুবক বাইক থেকে নামতেই তাঁকে ঘিরে ধরেন ওই দুষ্কৃতিরা। মৌখিক ভাবে শাঁসানো হয়। তাকে বলা হয়, ‘কিরে তোর লজ্জা করে না? তুই হিন্দু হয়ে মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করছিস? ভয় করে না তোর?’
এরপরই শুরু হয় কিল, চড়, থাপ্পর। এলোপাতাড়ি আক্রমণ করা হয় যুবককে। নিজের দুই হাত দিয়ে কোনও ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন যুবক। কিন্তু তাতে লাভ হয়নি। বেধড়ক মার খেতে হয় তাঁকে। এরই মধ্যে চলে নোংরা ভাষায় গালিগালাজ। এমনকি তাঁর জামা কাপড় ছিঁড়ে দেওয়ারই হুমকিও দেওয়া হয়।
বিহার পুলিসকে এই ভিডিও ট্যাগ করে টুইট করেন এক ব্যক্তি। সেই টুইটের রিপ্লাইও দেওয়া হয় বিহার পুলিসের তরফ থেকে। পুলিস সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অপরাধীরা শাস্তি পাবে আশ্বাস দিয়েছে প্রশাসন।





Made in India