বাংলা হান্ট ডেস্ক : ক্লাস সিক্সের ছাত্র কৌশল,বয়স বছর বারো। নিজের বাড়ির বাথরুমে গলায় চেন জড়ানো অবস্থায় উদ্ধার হল তার দেহ। যখন তার বাড়ির লোক উদ্ধার করে, তখন তার হাতে পরা ছিল ব্যাঙ্গেল আর গলায় মঙ্গলসূত্র।
মঙ্গলবার কোটায় ঘটে এই ঘটনা।কৌশলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘কৌশলের বাবা-মায়ের সন্দেহ Tik Tok মোবাইল অ্যাপে কোনও ভিডিয়ো রেকর্ডের প্রস্তুতির সময়ই ওই কিশোরের মৃত্যু হয়েছে।’ যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

কৌশল নানা ভিডিয়ো গেমের প্রতি আসক্ত ছিল বলে পুলিশকে জানিয়েছেন তার বাবা-মা।প্রসঙ্গত জানা যায় বাড়িতে অতিথি আসায় সোমবার সারা রাত জেগে ছিল কৌশল। আর পুরো রাতটাই সে মোবাইলে গেম খেলে।আসল কারণ প্রকাশ্যে আসবে ময়নাতদন্তের পর।





Made in India