বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট (Loksabha Election)। কিছুদিনের অপেক্ষা মাত্র। শাসক থেকে বিরোধী বর্তমানে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সব কিছু ঠিকঠাক থাকলে এবারের ভোটে এনডিএ (NDA) ভার্সাস ইন্ডিয়া (I.N.D.I.A)।ভোটের আগে দলকে চাঙ্গা করতে রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। ইউ আবহে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কংগ্রেসের পর্যবেক্ষক জিএ মির (Congress observer G A Mir)।
শনিবার কলকাতার বিধান ভবনে প্রদেশ ও জেলা কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠকে বসেন জিএ মির। সূত্রের খবর, বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতারা তাকে জানিয়েছেন, বাংলায় তৃণমূলের (Trinamool) সঙ্গে কোনও এগোতে চাইছেন না তারা। মমতার সঙ্গে জোটে যেতে সাফ ‘না’ তাদের। যদি জোট করতেই হয় তাহলে তৃণমূলের পরিবর্তে বাংলায় বামফ্রন্টের সঙ্গে জোটে সায় রয়েছে তাদের। নয়তো একক ভাবে ভোটের ময়দানে লড়ার প্রসঙ্গও তুলেছেন তারা।
শুধুই যে তৃণমূলের সঙ্গে জোটে মত নেই তেমনটা নয়। এক নেতা তো বলেই দিলেন, ‘‘আমরা আমাদের কথা দলকে জানিয়েছি। বেশির ভাগ নেতাই বলেছেন, এ রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট করার অর্থ আত্মহত্যা করা।’’
প্রসঙ্গত, এর আগে ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের পর দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। সেই বৈঠকে রাহুল, ‘কারা তৃণমূলের সঙ্গে জোট চান হাত তুলুন’ বললে প্রদেশ কংগ্রেস নেতাদের মাত্র এক জন তাতে সম্মতি জানান। ওদিকে ‘মমতার দয়ায় লড়তে চাই না’ বলে আগেই সাফ জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন: একযোগে ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষককে স্থায়ী করল রাজ্য সরকার! কপাল খুলল এদের
আবার শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে (INDIA Alliance Meeting) গরহাজির ছিল তৃণমূল। সকাল ১১টায় ভার্চুয়াল মিটিং হলেও জোড়াফুলের পক্ষ থেকে কেউ হাজির হলেন না সেই মিটিং এ। সেই প্রসঙ্গে বক্তব্য জানতে চাওয়া হলে গতকাল প্রকাশ্যেই ক্ষোভ দেখিয়ে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অধীর।
যদিও গতকাল কংগ্রেসের বৈঠকে হাজির এক প্রাক্তন বিধায়ক বলেন, ‘‘পর্যবেক্ষক আমাদের সকলের কথা শুনেছেন। তিনি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে আমাদের নানা পরামর্শ দিয়েছেন। তবে জোট নিয়ে একটি কথাও বলেননি। তবে, পরের বার এসে জোট নিয়ে দলের অবস্থান জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।’’





Made in India