বাংলা হান্ট ডেস্ক: কমনওয়েলথ টেবিল টেনিসের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়। কটকে আয়োজিত কমনওয়েলথ টেবিল টেনিসে ব্যক্তিগত ইভেন্টে সোনা বিজয়িনী হিসেবে প্রথম ভারতীয় মহিলার খেতাব অর্জন করলেন তিনি।
এই প্রথম কমনওয়েলথ টেবিল টেনিসের ব্যক্তিগত বিভাগের সোনা জিতল ভারত। সোমবার হওয়া কমনওয়েলথ গেমস এর চারটি বিভাগের ফাইনালের, সবকটিতেই প্রতিদ্বন্দিতা হল ভারতীয়দের মধ্যেই। যা দেখে মনে হচ্ছিল যে এটা কোনো আন্তর্জাতিক বিভাগের খেলা নয় বরং কোনো জাতীয় টুর্নামেন্ট।

কমনওয়েলথ টেবিল টেনিসের প্রত্যেকটি বিভাগেই (সব মিলিয়ে সাতটা) সোনা জিতল ভারত। দলগত এবং মিক্সড ডাবলসের সোনা আগেই জিতেছিল দেশ। সোমবার হওয়া টেবিল টেনিস ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল দুই সিঙ্গলস। দু’টিতেই সোনা এল ভারতে।
এবারের কমনওয়েলথ গেমসে সব থেকে বেশি নজর কেড়েছে মহিলা বিভাগ। দলগত বিভাগের ফাইনালে সিঙ্গাপুরের বিরুদ্ধে জ্বর নিয়েও খেলেছিলেন ভারতের এক নম্বর তারকা মনিকা বাত্রা। সোনা জয়ের পর সিদ্ধান্ত নেন সিঙ্গলসে খেলবেন না। কিন্তু মনিকার অভাব বুঝতেই দিলেন না বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়। কমনওয়েলথ টেবিল টেনিসের ফাইনালে ভারতেরই মধুরিকা পাটকরকে ৪-০ তে হারালেন তিনি। আন্তর্জাতিক টুর্নামেন্টে ঐহিকার প্রথম সোনা জেতায় গর্বিত গোটা দেশ এবং প্রত্যেক বাঙালি।





Made in India