বাংলা হান্ট ডেস্ক : টিভি খুললেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তাই একটা সিরিয়াল সেই হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে আরো এক ঝাঁক নতুন সিরিয়াল। প্রায় প্রত্যেক মাসেই শুরু হয়ে গেছে কোন না কোন নতুন ধারাবাহিক। এই মুহূর্তে শুধু জি বাংলার পর্দায় শুরু হয়েছে দু”দুটি নতুন সিরিয়াল ‘অমর সঙ্গী’ এবং ‘কাজল নদীর জলে।’
আনন্দীর (Anandi) কোপে বন্ধ জি বাংলার এই হিট মেগা
নতুন সিরিয়াল আসলেই শেষ হয়ে যাচ্ছে বেশ কিছু জনপ্রিয় মেগা সিরিয়াল। আর এখনকার দিনে বাংলা এসেছে নতুন ট্রেন্ড। অল্প সময়ে সিরিয়াল শেষ করে দেওয়ার পাশাপাশি এখন আবার দেখা যাচ্ছে বেশ কিছু নতুন সিরিয়াল সম্প্রচারিত হচ্ছে দুপুরবেলা থেকে।
ঠিক যেমনটা দেখ দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘অমর সঙ্গী’ এবং ‘কাজল নদী’ ধারাবাহিকের ক্ষেত্রেও। এরই মধ্যে জি বাংলায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi)। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় আরও একবার জি বাংলার পর্দায় কামব্যাক করছেন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের উর্মি-সত্যকির জুটি।
আরও পড়ুন : বাংলা সিরিয়ালে আদর্শ মা হলেও, বাস্তব জীবনে নিঃসন্তান! ‘মাতৃত্ব’ নিয়ে মুখ খুললেন অপরাজিতা
ইতিমধ্যেই এই নতুন সিরিয়ালের প্রোমো দেখে ফেলেছেন দর্শক। যার পর থেকে দারুন উচ্ছসিত অভিনেতা ঋত্বিক মুখার্জি এবং অভিনেত্রী অন্বেষা হাজরার অনুরাগীরা। তবে এই সিরিয়ালটি কবে থেকে সম্প্রচারিত হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি কিছুই।

তবে অনুমান করা হচ্ছে আনন্দীর জন্য বন্ধ হয়ে যেতে পারে জি বাংলার সুপারহিট মেগা সিরিয়াল ‘জগদ্ধাত্রী ‘ কিংবা ‘মিঠিঝোড়া’র মতো ধারাবাহিক। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। প্রসঙ্গত ইতিপূর্বে একাধিকবার এই জগদ্ধাত্রী সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তাই এখন দেখা যাক আগামী দিনে এই গুঞ্জন কতখানি সত্যি হয়।





Made in India