ছিটকে গেল ফুলকি, তিন নম্বরে তিন মেগার লড়াই! বেঙ্গল টপারের নামেও বড় চমক

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের টিআরপি (Bengali Serial TRP) তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই। গত সপ্তাহে যুগ্মভাবে প্রথম হয়েছিল স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ (Parashuram Ajker Nayok) ও জি বাংলার ‘ফুলকি’ (Phulki)। তবে এই সপ্তাহে ফের ঘুরে গেল খেলা। সিংহাসনচ্যুত হয়েছে রোহিত-ফুলকির সিরিয়াল। অল্পের জন্য বেঙ্গল টপার হতে পারেনি এই মেগা।

টিআরপি তালিকায় পয়লা নম্বরে কে?- (Bengali Serial TRP)

কয়েক সপ্তাহ আগে অবধি একটানা বেঙ্গল টপার হচ্ছিল ‘পরিণীতা’ (Parineeta)। তবে ‘পরশুরাম আজকের নায়ক’ আসতেই চিত্রটা পাল্টে গিয়েছে। অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। সেই সঙ্গেই দখল করেছে বেঙ্গল টপারের শিরোপা। এই সপ্তাহেও ৭.২ রেটিং নিয়ে টিআরপি (TRP) তালিকায় শীর্ষস্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’।

আরও পড়ুনঃ মদ্যপান করে শারীরিক নির্যাতনের অভিযোগ! এই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় গেলেন স্ত্রী

অল্পের জন্য সিংহাসন হাতছাড়া হয়েছে ‘ফুলকি’র। ৭.০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক। তিন নম্বরে রয়েছে তিনটি ধারাবাহিকের নাম। ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), ‘পরিণীতা’ ও ‘রাঙামতী তীরন্দাজ’ (৬.৭) একই নম্বর পেয়ে এই স্থান দখল করেছে। লম্বা লাফ দিয়ে চারে উঠে এসেছে জলসার (Star Jalsha) ‘গৃহপ্রবেশ’ (৬.৩)। পাঁচ নম্বরে রয়েছে ‘চিরসখা’র নাম। এই মেগার প্রাপ্ত পয়েন্ট ৬.১।

এক নজরে টিআরপি তালিকার সেরা ১০

প্রথম- পরশুরাম আজকের নায়ক (৭.২)

দ্বিতীয়- ফুলকি (৭.০)

তৃতীয়- জগদ্ধাত্রী/ রাঙামতী তীরন্দাজ/ পরিণীতা (৬.৭)

চতুর্থ- গৃহপ্রবেশ (৬.৩)

পঞ্চম- চিরসখা (৬.১)

ষষ্ঠ- কথা (৫.৯)

সপ্তম- অনুরাগের ছোঁয়া+রোশনাই (৫.৭)

অষ্টম- কোন গোপনে মন ভেসেছে (৫.১)

নবম- চিরদিনই তুমি যে আমার (৫.০)

দশম- মিত্তির বাড়ি (৪.৪)

Bengali serial TRP Phulki Bengal topper Parashuram Ajker Nayok Jagaddhatri complete list

এই সপ্তাহে আলাদা করে নজর কেড়েছে ‘গৃহপ্রবেশ’। একধাক্কায় অনেকটা নম্বর বাড়িয়ে চার নম্বরে উঠে এসেছে এই সিরিয়াল (Bengali Serial TRP)। যদিও শীঘ্রই এই ধারাবাহিকের স্লটে শুরু হবে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। অন্যদিকে নন ফিকশনের কথা বলা হলে, ‘দিদি নম্বর ১’ সানডে ধামাকা পেয়েছে ৫.৩। ‘ডান্স বাংলা ডান্সে’র প্রাপ্ত নম্বর ৪.৭। শনি ও রবিতে জলসার সানডে ফিকশনের টিআরপি যথাক্রমে ৪.৫ ও ৬.১।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।