বাংলাহান্ট ডেস্কঃ শিলিগুড়ির নির্বাচনের পূর্বেই বাইচুং ভুটিয়ার (bhaichung bhutia) গলায় শোনা গেল সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের (ashok bhattacharya) গুণগান। আগামী ১৭ই এপ্রিল বাংলায় চতুর্থ দফার নির্বাচন। বর্ধমান, নদিয়া, দার্জিলিং, জলপাইগুড়ির পাশাপাশি শিলিগুড়িতেও এদিন নির্বাচন রয়েছে।
২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। কিন্তু সেই নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। আর তারপর থেকেই তাঁকে আর রাজনীতিতে দেখা যায়নি।

এবারের বিধানসভা নির্বাচনের পূর্বে একটি ভিডিও বার্তা দেন বাইচুং ভুটিয়া। যেখানে তাঁকে বাম প্রার্থী অশোক ভট্টাচার্যের গুণগান করতে শোনা গেল। তা নিয়ে আবারও সরগরম রাজ্য রাজনীতি। দীর্ঘদিনের সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য এবারের নির্বাচনে আবারও বামেদের হয়ে নির্বাচনে লড়ছেন।
ভিডিওতে বাইচুং ভুটিয়া বলেন, ‘২০২১-এ বাংলায় নির্বাচন শুরু হয়েছে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভালো কাজ করেছেন, ভালো লিডার- তাঁকে ভোট দিন। শিলিগুড়িতে আমার মনে হয় অশোক ভট্টাচার্য অনেক ভালো মানুষ। মানুষের জন্য অনেক ভালো কাজ করেছেন উনি। ওনার মত নেতা গোটা বাংলায় নেই। ওনার মত নেতা আমাদের দেশের প্রয়োজন। তাই আপনার ভোট সঠিক মানুষকে দিন। আমি আমার পক্ষ থেকে অশোক ভট্টাচার্যকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি’।





Made in India