বাংলাহান্ট ডেস্ক: নতুন সদস্য এল ভারতী সিং (Bharti Singh) ও হর্ষ লিম্বাচিয়ার (Harsh Limbachiyaa) পরিবারে। মা হলেন কমেডি কুইন। কোল আলো করে রাজপুত্তুর এল ভারতীর। সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে এই সুখবর দিয়েছেন দুজনে। তারকা থেকে অনুরাগীরা শুভেচ্ছা ও ভালবাসা পাঠাচ্ছেন বাবা মা ও নবজাতকের জন্য।
ভারতীর প্রেগনেন্সি ফটোশুটের থেকে একটি ছবি শেয়ার করেছেন দুজনে। সাদা গাউনে মিষ্টি দেখাচ্ছে ভারতীকে। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে হর্ষ। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তাঁরা লিখেছেন, ছেলে হয়েছে। এখনো পর্যন্ত ৪ লক্ষে পৌঁছে গিয়েছে লাইকের সংখ্যা।

শুভেচ্ছা পাঠিয়েছেন অভিনেত্রী অনিতা হাস্যনন্দানি, গায়ক রাহুল বৈদ্য, পরিচালক প্রযোজক করন জোহর, উমর রিয়াজ, জ্যাসমিন ভাসিন, অর্জুন বিজলানি, নেহা কক্কর, সায়ন্তনী ঘোষ, ইশা গুপ্তা, মুক্তি মোহন সহ আরো অনেকেই।
গোটা অন্তঃসত্ত্বাকালীন সময় জুড়েই কাজ করে গিয়েছেন ভারতী। নতুন শুরু হওয়া রিয়েলিটি শো ‘হুনরবাজ’এ সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে ভারতী ও হর্ষকে। নিজেকে দেশের প্রথম ‘গর্ভবতী সঞ্চালক’ এর তকমা দিয়েছেন ভারতী।
অন্তঃসত্ত্বা অবস্থায় শোয়ের সঞ্চালনা করে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেবেন বলে দাবি করেছিলেন তিনি। তাঁদের সন্তান যাতে ভবিষ্যতে মায়ের মতোই কঠোর পরিশ্রম করে সেটাই কামনা ভারতীর।
https://www.instagram.com/p/Cb42g9rPNaV/?utm_medium=copy_link
এর আগে এক সাক্ষাৎকারে কৌতুকশিল্পী জানিয়েছিলেন, প্রথম আড়াই মাস নাকি গর্ভাবস্থার খবরটা নিজেই জানতেন না তিনি! ভারতী জানান, তিনি দিব্যি খাচ্ছিলেন দাচ্ছিলেন, দৌড়াদৌড়ি এমনকি নাচও করছিলেন। একদিন পরীক্ষা করাতে গিয়ে পজিটিভ ফলাফল আসায় চমকে গিয়েছিলেন ভারতী। তিনি স্পষ্টই জানান, এই মুহূর্তে সন্তান নেওয়ার ইচ্ছা তাঁদের ছিল না। তবে হর্ষের মতে, সন্তান দু বছর আগে আসুক বা পরে তাঁদের কোনো সমস্যা নেই।





Made in India