বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরের সঙ্গে আত্মিক টান অনুভব করেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (bhaswar chatterjee)। কাশ্মীরি ভাষা, গান শিখেছেন। কলকাতায় কাশ্মীরি ভাইদের বাড়িতে জমিয়ে ইদের দাওয়াত খেয়েছেন। সুযোগ পেলেই পাড়ি দেন ভূস্বর্গে। এবার এক কাশ্মীরি মেয়ের পড়াশোনার দায়িত্বও নিলেন ভাস্বর।
কাশ্মীর প্রাকৃতিক দিক থেকে যতটাই সুন্দর, সামাজিক দিক থেকেও এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো এখনো গিয়ে পৌঁছায়নি। বিশেষ করে মেয়েরা পড়াশোনা করার সুবিধা থেকে অনেক সময়েই বঞ্চিত হন। এ সমস্ত নিজের চোখে দেখে এসেছেন ভাস্বর। তাই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর মতোই নিজের স্বেচ্ছাসেবী সংস্থা অপর্ণা ফাউন্ডেশনের মাধ্যমে কাশ্মীরি মেয়ের পাশে দাঁড়ালেন তিনি।

নিজের উদ্যোগের ব্যাপারে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, প্রথমে তিনি নিজের দেশের বাড়ি বাঁকুড়াতে খোঁজখবর করেছিলেন। তাতেই জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের দৌলতে বহু মেয়েই এখন শিক্ষিত এবং স্বনির্ভরও বটে। কিন্তু কয়েকবার কাশ্মীরে যাওয়ার দরুন সেখানকার পরিস্থিতিটা ভাস্বর জানেন।
যে মেয়েটিকে তিনি সাহায্য করছেন সে এখন চতুর্থ শ্রেণিতে পড়ে। তবে তাঁর বাবার আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। উপরন্তু তাঁর বড় দুই দাদাও আছে। ভাস্বরের আশঙ্কা, অন্যদের মতো হয়তো ওই মেয়েটিরও পড়াশোনা মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে। তাই আগেভাগেই ব্যবস্থা নিতে চান তিনি।
এর আগে কলকাতায় একাধিক বার অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে ভাস্বরের অপর্ণা ফাউন্ডেশন। এবার তার কাশ্মীর পাড়ি। ব্যতিক্রমী চিত্র অনেক আছে অবশ্য কাশ্মীরে। মেয়েরা পর্দার আড়াল থেকে বেরিয়ে স্কুটিতে চাপছেন। ভবিষ্যতে আরো মেয়ের পড়াশোনার দায়িত্ব তিনি নিতে পারবেন বলেই আশাবাদী ভাস্বর।
 
			 





 Made in India
 Made in India