বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু দুটো নামের আনাগোনা। কেকে (KK) এবং রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। একজনের গানের জাদুতে মাতোয়ারা গোটা দেশ। অন্যজন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী। তবে রূপঙ্করের মতে, তিনি এবং বাংলার আরো কয়েকজন স্বনামধন্য শিল্পী কেকের থেকেও অনেক বেশি ভাল গান। এমনকি ‘হু ইজ কে ম্যান?’ প্রশ্নও তুলেছিলেন তিনি।
ক্ষোভে ফেটে পড়েছিলেন নেটনাগরিকরা। মাত্রা আরো বাড়ে রাতে কেকের মৃত্যু সংবাদ আসায়। কুরুচিকর আক্রমণে ভরে ওঠে রূপঙ্করের ফেসবুকের দেওয়াল। কটাক্ষ করেছেন তারকারাও। মুখ খুলেছেন ইমন চক্রবর্তী, পৌষালী বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্ররা। রূপঙ্করকে ‘দিলীপ ঘোষ’ বলে খোঁচা দিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও (Bhaswar Chatterjee)।

তিনি লেখেন, ‘আজ থেকে রূপুংকর বাবুর নাম দিলীপ ঘোষ হোক। কারণ উনি ও আলটপকা কথা বলে লাইমলাইটে থাকতে চান। কি অসহ্য সময়,নিজেকেই বলছেন কেকে র থেকে ভাল গায়ক, সে তো মানুষ বলবে… আপনি লাফাচ্ছেন কেন? রাঘব দা বা কাউকে তো এসব বলতে শুনিনা।’

এখানেই না থেমে রূপঙ্করের গাওয়া জাতীয় পুরস্কার জয়ী গান ‘এ তুমি কেমন তুমি’র নকল করে ভাস্বর লেখেন, ‘এ তুমি কেমন তুমি kk এর গানকে হিংসে কর, এ কেমন বাচালপনা নিজেকে বেটার সিঙ্গার বল? মনে পড়ে এই কদিন আগে টিভির এক শো তে অবলীলায় বলেছিলে এক কলার কে মরে যেতে। মানুষ যদি হয়ে থাক লাইভ এ এসে ক্ষমা চাও। নাহলে মুখের ওপর শাটার ফেলে দেবে মিও আমোরে এও।’

রূপঙ্কর যদিও দাবি করেছেন, তিনি কেকে কে অশ্রদ্ধা করতে চাননি। কেকে অনেক বড় মাপের শিল্পী। তাঁর প্রয়াণে তিনিও শোকতপ্ত। তবে তাঁর কথার ভুল অর্থ করা হচ্ছে। তিনি বাংলা গানের হয়ে বলেছিলেন। তিনি ভিডিও ডিলিটও করেছেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি।





Made in India