বাংলাহান্ট ডেস্ক : সমগ্র বিশ্বের নজর এখন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের দিকে। সেখানেই দীর্ঘ ১৪৪ বছর পর আয়োজিত হয়েছে মহা কুম্ভ মেলা (Maha Kumbh)। স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ। সমগ্র বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষের সমাগম হচ্ছে এই মেলায়। পুণ্যলাভের আশায় চলছে শাহি স্নান এবং সাধুসঙ্গ। বাংলা থেকেও ৬ জনের এক প্রতিনিধি দল পৌঁছেছে প্রয়াগরাজে।
মহাকুম্ভে (Maha Kumbh) ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের প্রতিনিধিদল
কলকাতার ‘ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চ’ এর উদ্যোগে এই প্রতিনিধি দল মহাকুম্ভে (Maha Kumbh) শাহি স্নান করতে গিয়েছেন। এই পুণ্য স্নান তাঁরা নিবেদন করেছেন বাংলার ‘তিলোত্তমা’দের। একই সঙ্গে বাংলাদেশের জেলে আটক ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্যও প্রার্থনা করেছেন তাঁরা।

শুরু হয়ে গিয়েছে শাহি স্নান: মকর সংক্রান্তির পুণ্য তিথিতে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মহাকুম্ভে (Maha Kumbh) অমৃত স্নান। ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের প্রতিনিধি দলের সদস্যরাও শাহি স্নান করেছেন এদিন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন আচার্য শৌমিক রাহা, কোষাধ্যক্ষ শান্তনু মুখার্জি, দুই সম্পাদক শঙ্খদীপ মধু, আকৃতি দিতে, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সাহা এবং সভাপতি শঙ্খ চ্যাটার্জী।
আরো পড়ুন: শহরের মধ্যেই সুবিশাল লন সহ সুদৃশ্য ব্যাঙ্কোয়েট, এখানেই হচ্ছে শ্বেতা-রুবেলের রিসেপশন! খরচ কত জানেন?
কী জানাল প্রতিনিধি দল: আচার্য শৌমিক রাহা বলেন, “ভগবানের কাছে আমাদের প্রার্থনা একটাই। চিন্ময় প্রভু মুক্তি পাক, বাংলার মায়েরা বিচার পাক, বাংলার মায়েরা সুরক্ষা পাক এবং তিলোত্তমা বিচার পাক”। তিনি আরো বলেন, এই স্নান (Maha Kumbh) তাঁরা বাংলার সাধুসমাজ এবং মায়েদের প্রতি নিবেদন করছেন। অভয়া এবং চিন্ময় কৃষ্ণের বিচারের দাবিও রেখেছেন তাঁরা।
আরো পড়ুন: গল্প এগিয়েও মিলল না ফল, দু বছর পার করে বন্ধ হচ্ছে প্রাক্তন TRP টপার সিরিয়াল
গত বছর অগাস্ট মাসে বাংলা উত্তাল হয়েছিল আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে। রাজপথে দীর্ঘদিন মিছিল বেরিয়েছে সুবিচারের দাবিতে। কিন্তু এখনো বিচার অধরা। অন্যদিকে বাংলাদেশে ইসকন সন্ন্যাসী তথা সনাতন হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদী মুখ চিন্ময় কৃষ্ণ দাসের জেল মুক্তির দাবিতেও সোচ্চার হয়েছে এপার বাংলা। এবার এই দুই দাবি নিয়েই মহাকুম্ভে শাহি স্নান করলেন ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের প্রতিনিধিরা।





Made in India