বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় চোখ রাখলে এখন দু ধরণের দৃশ্য দেখা যাচ্ছে। একদিকে নতুন নতুন গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক (Serial)। অন্যদিকে পুরনো সিরিয়ালের মধ্যেও আকর্ষণ খুঁজে পাচ্ছেন দর্শকরা। বিভিন্ন চ্যানেলেই এমন একগুচ্ছ সিরিয়াল রয়েছে, যেগুলি বেশ পুরনো। কোনোটা কয়েক মাস হয়ে গিয়েছে, কোনো কোনোটা আবার কয়েক বছরও পার করে ফেলেছে। দীর্ঘদিন ধরে চলতে চলতে সিরিয়ালগুলির (Serial) সঙ্গেও একটা আত্মিক যোগ হয় দর্শকদের।
হঠাৎ করেই বড় পরিবর্তন সিরিয়ালে (Serial)
দীর্ঘদিন ধরে চলতে চলতে দর্শকদের ঘরের লোক হয়ে ওঠে বিভিন্ন সিরিয়ালের (Serial) চরিত্রগুলি। হঠাৎ করে তাদের বিদায় জানাতে গিয়ে তাই স্বাভাবিক ভাবেই মন খারাপ হয় দর্শকদের। এই মুহূর্তে একাধিক সিরিয়াল টেলিকাস্ট হচ্ছে, যেগুলি বেশ কিছু সময় ধরে চলছে হচ্ছে টিভিতে।

সিরিয়াল ছাড়লেন গুরুত্বপূর্ণ সদস্য: জি বাংলার প্রসঙ্গ উঠলে এক্ষেত্রে জগদ্ধাত্রীর কথা না বললেই নয়। জি বাংলার বর্তমানে সবথেকে পুরনো সিরিয়াল (Serial) এটি। আড়াই বছর ধরে চলার পর সম্প্রতি বড় পরিবর্তন এসেছে এই ধারাবাহিকে। আচমকাই এই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন এত দিনকার পরিচালক। সুকোমল নাথ এতদিন পরিচালনা করতেন এই সিরিয়ালের (Serial)। তবে হঠাৎ করেই এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি।
আরো পড়ুন : দর্শকদের “হুমকি”তেই হল কাজ, TRP বাঁচাতে তড়িঘড়ি ট্র্যাক বদল এই সিরিয়ালে
হঠাৎ কেন এই সিদ্ধান্ত: সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়ে তিনি লিখেছেন, ‘জগদ্ধাত্রী আমাদের সবার জন্য এক অনন্য কল্পতরু, যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবেও তা পূরণ করে। দর্শকদের সীমাহীন ভালোবাসায় এর জয়যাত্রা অব্যাহত থাকুক। স্নেহাশিস দা-কে আন্তরিক ধন্যবাদ, এমন অসাধারণ এক যাত্রার অংশীদার আমাকে করার জন্য। তবে, প্রতিটি গল্পেরই এক নতুন মোড় থাকে—একটি বিশেষ ব্যক্তিগত কারণে জগদ্ধাত্রী-র সাথে আমার এই পথচলা এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই ফিরবো, নতুন কোনো গল্পের সাথে নতুন রূপে।’
আরো পড়ুন : সদ্য ছুঁয়েছে ১০০০ পর্বের মাইলফলক, এর মাঝেই “জোড়া” দুঃসংবাদ এই জনপ্রিয় সিরিয়াল নিয়ে!
এতদিন পর জগদ্ধাত্রী (Serial) ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণ কী? সংবাদ মাধ্যমের কাছে অবশ্য তিনি জানিয়েছেন, এর মধ্যে কোনো ঝামেলাঝাঁটির ব্যাপার নেই। এতদিন ধরে পরিচালনা করার পর একটা ব্রেক চাইছিলেন তিনি। আপাতত দুমাস তিনি ব্রেক নেবেন। তারপর ফের নতুন কোনো সিরিয়ালে ফিরবেন, বা জগদ্ধাত্রীতেই আবারো ফিরতে পারেন তিনি। সেক্ষেত্রে জগদ্ধাত্রীর নতুন পরিচালক কে হবে, তা এখনো জানা যায়নি।





Made in India