বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালে (Serial) আজব কাণ্ডকারখানা নতুন বিষয় নয়। মাঝে মাঝে এমনি গল্পের মোড় আসে যা নিয়ে ট্রোলিংও হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার যা ঘটল তা দেখে কার্যত অবাক দর্শকরা। নায়ক মারা গিয়েও আবার বেঁচে উঠল এক সিরিয়ালে (Serial)। এমনটাও হয়? ধন্দে রয়েছেন দর্শক।
অদ্ভূত কাণ্ড ঘটল এই সিরিয়ালে (Serial)
সান বাংলার বেশ জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘আকাশ কুসুম’। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সম্রাট মুখোপাধ্যায় এবং কথা চক্রবর্তী। রক্তিম এবং ডালির অসমবয়সী প্রেম কাহিনি (Serial) বেশ পছন্দ করছেন দর্শকরা। কিন্তু নায়ক নায়িকার জীবনে শান্তি নেই। একের পর এক সমস্যা লেগেই রয়েছে।

আসছে পরপর টুইস্ট: কিছুদিন আগেই দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছিল রক্তিম। ডালির চেষ্টায় সে যাত্রা সুস্থ হলেও এবার ফের মারাত্মক বিপদে পড়ে তারা। মালবিকার ষড়যন্ত্রে মারা যায় রক্তিম (Serial)। জাল ওষুধ চক্র আর খুনের অভিযোগ তুলে রিষভকেও জেলে পাঠায় মালবিকা। শুধু ডালি কোনোমতে পালায় ফুল্লরা গ্রামে।
আরো পড়ুন : এক ধাক্কায় গল্প এগোলো বহু বছর, বিদায় নিলেন জনপ্রিয় চরিত্র, ‘জগদ্ধাত্রী’তে এন্ট্রি জলসার নায়িকার
কী ঘটবে আগামী পর্বে: সেখানে চিত্রার বাড়িতে আশ্রয় নেয় ডালি আর তার সন্তান। গ্রামেই ডাক্তার হিসেবে কাজ শুরু করে সে। আর এখানেই তার পরিচয় হয় মোড়ল জগদম্মার সঙ্গে। অথচ তার ছেলে লালনকে (Serial) দেখে চমকে যায় ডালি। তাকে দেখতে একেবারে রক্তিম এর মতো।
আরো পড়ুন : TRP ধরতে মোক্ষম চমক! প্রেম শুরুর আগেই আনন্দী-আদিদেবের মাঝে এন্ট্রি তৃতীয় ব্যক্তির
কে এই লালন? সেই কি রক্তিম? তবে কি সে মারা যায়নি, ফিরে এসেছে? নাকি রয়েছে অন্য কোনো রহস্য? সমস্ত উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। আপাতত তারই অপেক্ষায় রয়েছে দর্শকরা।





Made in India