বাংলা হান্ট ডেস্কঃ হাতে গোনা আর মাত্র ক’দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। তাই এখন চলছে শেষ মুহূর্তের রিভিশন পর্ব। প্রসঙ্গত এবছরই শেষবারের মতো প্রথাগত পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছেন দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা। আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে সেমিস্টার পদ্ধতি। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এবার বড় ঘোষণা করল শিক্ষা-সংসদ।
উচ্চ-মাধ্যমিকে (Higher Secondary) এক হচ্ছে কৃত্রিম মেধা ও ডেটা সায়েন্স
জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে একসাথে মিলিয়ে দেওয়া হবে দুটি বিষয়। সংসদের নির্দেশ অনুযায়ী এবার থেকে কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং ডেটা সায়েন্স আর আলাদা সাবজেক্ট হিসাবে নয়, বরং দু’টি বিষয়কেই একসাথে করে একটি পেপার হিসাবেই পড়ানো হবে। আর এই নতুন বিষয়টির নাম দেওয়া হয়েছে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স’।
আগামীদিনে যে সমস্তব স্কুল এই বিষয়টি পড়াতে ইচ্ছুক, সেখানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার সায়েন্সের শিক্ষক থাকা বাধ্যতামূলক। তবে, আগে থেকেই যেসমস্ত স্কুলগুলিতে এই দু’টি বিষয় রয়েছে, তাদের নতুন পেপারটি পড়ানোর জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে না। সংসদ সূত্রে খবর, উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিষয়গুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
আরও পড়ুন: বদল হবে উচ্চ-মাধ্যমিকের প্রথম সিমেস্টারের সময়? বৃষ্টি নিয়ে চিন্তায় শিক্ষা সংসদ
বিজ্ঞানের বিষয়গুলি রয়েছে প্রথম ভাগে। আর দ্বিতীয় ভাগে রাখা হয়েছে কমার্স অর্থ্যাৎ বাণিজ্য সংক্রান্ত বিষয় এবং তৃতীয় ভাগে রয়েছে কলা বিভাগের বিষয়। মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম ভাগের বিষয় অর্থাৎ সায়েন্স গ্রূপ নিয়ে পড়তে চাইবেন তাঁরাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন।

আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) সিলেবাসে যোগ হচ্ছে আরও দু’টি নতুন বিষয়। এপ্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন, এ বার উচ্চ মাধ্যমিক স্তরে আরও দু’টি বিষয় যোগ হয়েছে। যার মধ্যে একটি হল ফিশারিজ এবং অপরটি এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান। জানা যাচ্ছে, এই দু’টি বিষয়েরই প্র্যাক্টিক্যাল পরীক্ষায় থাকবে ৩০ নম্বর। প্রসঙ্গত আগে এনভারনমেন্টাল স্টাডিজ় বিষয়টি থাকলেও এনভারেনমেন্টাল সায়েন্স ছিল না।
সংসদ সচিব প্রিয়দর্শিনীর জানিয়েছেন, ‘ফিশারিজ বিষয়টি হাতেকলমে শেখার জন্য জলাশয় দরকার। গ্রামেগঞ্জে অনেক জলাশয় রয়েছে। তাই সেখানকার পড়ুয়ারা এই বিষয়টি নিয়ে পড়লে হাতেকলমে অনেক কিছু শিখতে পারবে।’





Made in India