বাংলা হান্ট ডেস্ক: শনিবার যেখানে পুরো দেশে চন্দ্র যান ২ এর ল্যান্ডিং এর অপেক্ষায় প্রহর গুনছিল তখনই খবর আসে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে ইসরোর। বিক্রমকে খুঁজে পেয়েছে ইসরো কিন্তু যোগাযোগ এখনও সম্ভব হয়নি।বিক্রমের সঙ্গে যোগাযোগের জন্য ইসরো কর্ণাটকের একটি গ্রাম থেকে ৩২ মিটারের অ্যান্টেনা ব্যবহার করছে যার স্পেস নেটওয়ার্ক সেন্টার বেঙ্গালুরুতে রয়েছে ৷ ইসরোর তরফে চেষ্টা করা হচ্ছে যে অরবিটারের মাধ্যমে বিক্রমের সঙ্গে সম্পর্কে স্থাপন করা ৷ কিন্তু এই মিশন সম্পূর্ণ করার জন্য হাতে রয়েছে মাত্র ১০ দিন, অর্থাৎ ২১ সেপ্টেম্বর পর্যন্তই ল্যান্ডার বিক্রমের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব ৷ এরপর লুনার নাইট শুরু হয়ে যাবে ৷ সেই সময় পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে ৷ ১৪ দিন পর্যন্তই বিক্রম সূর্যের আলো পাবে ৷ ল্যান্ডার ও রোভারকে পাঠানো হয়েছিল ১৪দিন কাজ করার জন্য ৷তাই এখন জোর কদমে চলছে চেষ্টা।

চাঁদে সাউথ পোলের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ ল্যান্ডার বিক্রম সাউথ পোলে ল্যান্ড করেছে, ভয়ঙ্কর ঠান্ডায়। চাঁদের এমন এলাকায় যেখানে আজ পর্যন্ত কোনও দেশ পৌঁছতে পারেনি সেখানেই ল্যান্ড করেছে বিক্রম ৷





Made in India