বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় (Billionaires List) এবার বিরাট পতন পরিলক্ষিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম ২০ ধনী ব্যক্তির মোট সম্পদ অনেকটাই হ্রাস পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মাস্কের সম্পদ কমেছে ১ লক্ষ কোটি টাকারও বেশি। এদিকে, শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) থাকা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি এবং গৌতম আদানিও বিপুল সম্পদ হারিয়েছেন।
বিপুল সম্পদ হারালেন ধনকুবেররা (Billionaires List):
সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন মাস্ক এবং বেজোস: ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জুকেরবার্গ থেকে শুরু করে বিল গেটস, মুকেশ আম্বানি ও গৌতম আদানি সহ আরও একাধিক ধনকুবের ক্ষতির সম্মুখীন হয়েছেন। টেসলা এবং স্পেসএক্স-এর মতো সংস্থাগুলির CEO, ইলন মাস্কের সম্পদ ১৩.৯ বিলিয়ন ডলার বা প্রায় ১.১৪ লক্ষ কোটি টাকা কমে বর্তমানে ২৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে, তিনি এখনও ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) প্রথম স্থানে রয়েছেন। এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের সম্পদ ৬.০৮ বিলিয়ন ডলার বা প্রায় ৫১,০০০ কোটি টাকা কমে গিয়ে ১৯৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে
শীর্ষ ১০ ধনীর মধ্যে কে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন: বিশ্বের শীর্ষ-১০ ধনীদের (Billionaires List) মধ্যে অন্তর্ভুক্ত অন্যান্য বিলিয়নেয়ারদের সম্পদ হ্রাস সম্পর্কে বলতে গেলে জানাতে হয় ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের সম্পদ ২.৩০ বিলিয়ন ডলার (প্রায় ১৯,৪১৭ কোটি টাকা) হ্রাস পেয়ে ১৮১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এদিকে, ফেসবুকের মার্ক জুকেরবার্গের মোট সম্পদ ৫.৭৫ বিলিয়ন (প্রায় ৪৮,২৯৩ কোটি টাকা) কমে ১৭৮ বিলিয়ন ডলার হয়েছে। যেখানে বিল গেটসের সম্পদ ১.১৮ বিলিয়ন ডলার (প্রায় ৯,৯১০ কোটি টাকা) কমে ১৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এছাড়াও, ল্যারি এলিসন ১.৬৩ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তাঁর সম্পদ বর্তমানে দাঁড়িয়েছে ১৫৬ বিলিয়ন ডলারে। এর পাশাপাশি অভিজ্ঞ বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সম্পদ ১.৬০ বিলিয়ন ডলার কমে ১৪৫ বিলিয়ন ডলার হয়েছে। স্টিভ বলমার ২.১৪ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৪০ বিলিয়ন ডলার। এছাড়াও, ল্যারি পেজ ৫.০৬ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন এখন তাঁর সম্পদের পরিমাণ হল ১৩৬ বিলিয়ন ডলার। বিশ্বের দশম ধনী ব্যক্তি সের্গেই ব্রিন ৪.৭২ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৩০ বিলিয়ন ডলারে।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধেই তৈরি হবে ইতিহাস? বড় নজির গড়ার পথে রোহিত শর্মা, জানলে আপনারও হবে গর্ব
আম্বানি-আদানির সম্পদেও পতন: জানিয়ে রাখি যে, বিশ্বজুড়ে শেয়ার বাজারগুলি বর্তমানে পতনের সম্মুখীন হয়েছে। ভারতীয় বাজারেও এই রেশ পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ২.১৪ বিলিয়ন ডলার বা প্রায় ১৭,৯৭৩ কোটি টাকা কমে ১১১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বর্তমানে ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) মুকেশ আম্বানি রয়েছেন ১১ নম্বর স্থানে। এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদে ১.৫৭ বিলিয়ন ডলারের পতন ঘটেছে। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৯৯.৬ বিলিয়ন ডলার। ধনকুবেরদের তালিকায় আদানি রয়েছেন ১৩ নম্বর স্থানে।





Made in India