বাংলাহান্ট ডেস্ক : এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের উপর তৈরি হচ্ছে চলচ্চিত্র। খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে যুবরাজের বায়োপিক। সম্প্রতি খবর আসছিল যুবরাজ সিংয়ের এই বায়োপিক তৈরি হবে আমির খানের প্রযোজনা সংস্থার ব্যানারে।
আমির খান না কি ইতিমধ্যেই যুবরাজের বায়োপিক সম্পর্কিত স্বত্ব কিনেও ফেলেছেন। সেন্টার অফ এক্সেলেন্সের (Centre Of Exellence) উদ্বোধনে সম্প্রতি এসেছিলেন যুবরাজ সিং। এখানেই তিনি জানিয়েছেন তাঁর বায়োপিক খুব শীঘ্রই আসতে চলেছে বড় পর্দায়। এই চরিত্রের জন্য রণবীর কাপুরকে পছন্দ তাঁর।
আরোও পড়ুন : জন্মের নথি হিসেবে আর গ্রহণযোগ্য নয় আধার কার্ড! বড়সড় ঘোষণা কেন্দ্রের
এছাড়াও তিনি জানিয়েছেন, এর কারণ হল, অ্যানিমেল ছবিতে রণবীর কাপুরের অনবদ্য অভিনয়।যদিও এক্ষেত্রে যুবরাজ প্রাধান্য দিয়েছেন পরিচালকের মতকেই। যদিও আমির খান এই ছবির স্বত্ব কিনেছেন কি না সেই বিষয়ে মুখ খোলেননি যুবরাজ। তবে জানা যাচ্ছে যুবরাজ সিংয়ের বায়োপিকে পছন্দের তালিকায় রয়েছেন রণবীর কাপুর ও ঋত্বিক রোশন।
আরোও পড়ুন : রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিশেষ উদ্যোগ রেলের, দেশের সমস্ত স্টেশনকে সাজানো হবে আলোকসজ্জায়
ছবি সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জন্য যুবরাজের চরিত্রে করণ জোহার চেয়েছিলেন সিদ্ধান্ত চর্তুবেদীকে (Siddhant Chaturvedi)। তবে যুবরাজ করণের এই সিদ্ধান্তে রাজি নন। ক্রিকেট ক্যারিয়ার ও ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ছবি ফুটে উঠবে যুবরাজ সিংয়ের বায়োপিকে।

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় যুবরাজের শরীরে ধরা পড়ে ক্যান্সার। এরপর ভারতীয় এই ক্রিকেট নক্ষত্র লড়াই করেছেন ক্যান্সারের সাথে। ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াই তাঁর জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য। এসব কিছুই দেখানো হবে যুবরাজের বায়োপিকে।





Made in India