বাংলাহান্ট ডেস্কঃ ২৪ শে দিল্লী জয়ের স্বপ্নে বিভোর তৃণমূল শিবির। সেই মর্মে ২৩ শে ত্রিপুরা জয়ের টার্গেট নিয়েছে মমতা বাহিনী। প্রায় প্রতিদিনই বাংলা থেকে প্রতিবেশি রাজ্য ত্রিপুরায় (tripura) উড়ে যাচ্ছেন সবুজ শিবিরের হেভিওয়েট নেতৃত্বরা। কিন্তু তৃণমূল থেকে বারবার অভিযোগ এসেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (biplab deb) গড়ে তাঁদের কাজে সর্বদা বাঁধা দিয়েছে বিজেপি শিবির।
তৃণমূল কর্মীদের উপর হামলা থেকে শুরু করে, সভায় তাঁদের উপর আক্রমণ, আবার ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বদের থাকার হোটেলেও জল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বরাবরই বলে গেছেন ‘অতিথি দেব ভবঃ’। আর তৃণমূলের করা অভিযোগগুলোকে সববারই নস্মাৎ করে দিয়েছেন তিনি।
https://www.facebook.com/bjpbiplab/posts/3767965556638425
তবে প্রত্যেক বার বিজেপির দিকে অভিযোগের আগুল ওঠার পরিপ্রেক্ষিতে রবিবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। নাম না করেই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে কিছু পোস্ট করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি ২০১৫ সালে ত্রিপুরায় দায়িত্ব নিয়ে আসি এবং ২০১৭ সালেই বড়জলা উপনির্বাচনে দলের সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ি। তখন এই বড়জলার প্রত্যেকের বাড়িতে আমি গিয়েছি’।
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘বড়জলার প্রত্যেকে আমাকে চেনে আমিও তাদের চিনি। এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটি দল আমাদের রাজ্যে এসেছে। এ দলের নেতৃত্বরা পশ্চিমবঙ্গে গরু পাচারের মতো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এখানেও যাদের দলে টানছে তারাও এ ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। আর আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে তাদের আমি গ্রেপ্তার করাবো’।

তিনি আরও লেখেন, ‘আমি দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেক বিরোধী সিপিএম এর সমর্থকদের বাড়িতে যাওয়ার জন্য। তাদের কাছে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরুন। তাদের বোঝান ২৫ বছরের সরকার কি করেছে আর আমরা গত সাড়ে তিন বছরে কি করেছি ও করছি’।





Made in India