বাংলাহান্ট ডেস্ক: স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। তারপর বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু ঘর বাঁধার জন্য এক যুবককেই বেছে নিলেন। হাওড়ার যুবকের সঙ্গে বীরভূমের যুবক সাতপাকে বাঁধা পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দুই এলাকাতেই। চাঁদা তুলে কাছের মানুষেরা অবশ্য প্রীতিভোজেরও আয়োজন করছেন।
শার্ট-প্যান্ট নয়, ছোট থেকে শাড়ি, চুড়িদার গায়ে চাপাতেই বেশি পছন্দ করতেন বাসু। কিন্তু, সমাজ আর পরিস্থিতির চাপে বাধ্য হয়েই ছেলে ‘সেজে’ থাকতে হত বাসুদেবকে। পরিবারের তরফে বিয়েও দেওয়া হয় বাসুর। কিন্তু স্ত্রীর সঙ্গে এক বছর ঘর করতে না করতেই অশান্তি শুরু হয়। এক বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এবার সেই বাসু হাওড়ার অমিত মালিককের মধ্যে প্রকৃত জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন।
আরোও পড়ুন : শাখা সিঁদুর আর মনের মানুষ থাকলেও হবে না, এখন তারাপীঠের বিয়ে করার বাধ্যতামূলক শর্ত এইগুলো
স্থানীয় সূত্রে খবর, ৩৭ বছর বয়সী বাসুদেবের তরফে বুধবার রাতে একটি ভিডিও কল আসে। সেই কলেই আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে সুখবরটি জানান তিনি। সেই খবর ছড়িয়ে পড়তে প্রতিবেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষের গলায় মালা দেওয়ার বিষয়টি অবশ্য অনেকেই ভালোভাবে মেনে নেননি।

বাসুদেবের এক আত্মীয়ের কথায়, ‘‘২০১২ সালে রামপুরহাটের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বাসুর। কিন্তু বিয়ে হওয়ার এক বছরের মধ্যে ও বিবাহবিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী সময় ওই মেয়েটিও আর এক জনকে বিয়ে করে। আর এ বার বাসু বিয়ে করল অমিতকে।’’ প্রতিবেশীরা জানাচ্ছেন, হঠাৎই বুধবার রাতে ভিডিয়ো কল করে বাসু জানান, তিনি বিয়ে করেছেন।





Made in India