বাংলাহান্ট ডেস্ক : উর্দি পড়ে রাস্তার ধারে গড়াগড়ি খাচ্ছেন স্বয়ং আইনের রক্ষক এক পুলিশ কনস্টেবল। পুলিশকর্মীর এমন অবস্থা দেখে তাকে প্রশ্ন করলে, তার মুখে শোনা যায় কেষ্ট নাম অর্থাৎ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। যিনি বর্তমানে জেল বন্দি। বৃহস্পতিবার বীরভূমে বোলপুরের লজমোড়ের কাছে এমন ঘটনায় শোরগোল পড়ে যায়।
নেশাগ্রস্ত কনস্টেবলের নাম শান্ত মুখোপাধ্যায়। নিজেই নাম জানিয়েছেন। উর্দি পড়ে দীর্ঘ ক্ষণ ওই এলাকায় পড়ে ছিলেন। ঘটনার খবর যায় বোলপুর থানার পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই অবস্থায় কনস্টেবল কে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তারা গাড়িতে তুলে নিয়ে যান।
আরোও পড়ুন : ‘মা কালী’ ছবিতে অভিনয় করতেই বাধল বিপত্তি! প্রাণনাশের হুমকি রাইমাকে, শঙ্কিত পরিবার
এই ঘটনায় বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং জানিয়েছেন, ‘‘মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি। অসুস্থ হয়েছেন।’’ যদিও সংবাদ মাধ্যমের একাংশের দাবি, ওই কনস্টেবলকে তার অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি নাকি গালিগালাজ করেন। সঙ্গে বলেন, ‘‘কেষ্ট নিতে পারে, আমরা পারি না?’’
আরোও পড়ুন : কবে ঈদের চাঁদ দেখবে ভারতবাসী? জানুন, ১০ নাকি ১১ এপ্রিল থাকছে সরকারি ছুটি
কেষ্ট অর্থাৎ গরু-পাচারকাণ্ডে অভিযুক্ত হয়ে এখন তিহার জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তার কথায় বলেছেন মদ্যপ কনস্টেবল।বাপ্পাদিত্য কর নামের স্থানীয় এক ব্যবসায়ীর দোকানের সামনে মদ্যপ অবস্থায় বসে ছিলেন ওই কনস্টেবল।

দোকান বন্ধ করে যখন বাপ্পাদিত্য যান তখন দেখে গিয়েছিলেন বসে থাকতে, এরপর যখন তিনি ফিরে আসেন তখন দেখেন শুয়ে রয়েছেন। তা দেখেই তিনি সংবাদ মাধ্যমে এবং পুলিশে খবর দেন। এই পুরো ঘটনা নিয়ে জোর আলোড়ন পড়ে যায় ওই এলাকায়।





Made in India