বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মতো আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে অন্যান্য কাজ, বহু জায়গায় কাজে লাগে বার্থ সার্টিফিকেট। এবার বড় আপডেট উঠে আসছে বার্থ সার্টিফিকেট নিয়ে। জানা যাচ্ছে সরকার পরিবর্তন আনতে চলেছে বার্থ সার্টিফিকেটের নিয়মে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম অনুযায়ী, শিশুর জন্ম নিবন্ধনের সময় বাবা ও মা উভয়েরই ধর্মের বিষয়টি উল্লেখ করতে হবে। এতদিন শুধুমাত্র বাবা-মাকে জানাতে হত ‘পরিবারের ধর্ম।’ তবে এবার বার্থ সার্টিফিকেটের জন্য শিশুর বাবা ও মায়ের ধর্ম উল্লেখ করতে হবে পৃথকভাবে। সূত্রের খবর, এই মর্মে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হবে সব রাজ্য সরকারকে।
আরোও পড়ুন : ট্রেনযাত্রীদের জন্য এবার বিরাট সুখবর! গরম পড়তেই স্টেশনে স্টেশনে এলাহি ব্যবস্থা রেলের
‘রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩’ বা জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিল, ২০২৩ সম্প্রতি পাস হয় সংসদের বাদল অধিবেশনে। ১ আগস্ট এবং ৭ আগস্ট এই নতুন বিল অনুমোদন করে লোকসভা এবং রাজ্যসভা। ২০২৩ সালের অক্টোবর থেকে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের জন্য আবেদন, আধার কার্ড, বিবাহ নিবন্ধন ও অন্যান্য সরকারি কাজে বার্থ সার্টিফিকেট গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রক নতুন আইন সম্পর্কে বলছে, “এটি নিবন্ধিত জন্ম ও মৃত্যুর ডাটাবেস তৈরিতে সহায়তা করবে, ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে সরকারী পরিষেবা এবং সামাজিক সুবিধাগুলির দক্ষ ও স্বচ্ছ সরবরাহ নিশ্চিত করবে।” শুধুমাত্র নিজের সন্তানের ক্ষেত্রে নয়, দত্তক নেওয়া সন্তানের বার্থ সার্টিফিকেটের আবেদনপত্রেও উল্লেখ করতে হবে বাবা ও মায়ের ধর্ম।





Made in India