বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে এখন দিলীপ নামে তোলপাড়। বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের (Dilip Ghosh) পদার্পণ। সেই নিয়ে বিতর্ক যেন থামছেই না। ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। দিলীপের আচরণে মোটেও খুশি নন বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নেতারা। কেউ কেউ তো বলেই দিচ্ছেন শীঘ্রই তৃণমূলে যোগদান করতে চলেছেন সংঘের বহু পুরনো এই সদস্য। তবে দিলীপ রয়েছেন দিলীপেই।
তৃণমূলে যাচ্ছেন দিলীপ? Dilip Ghosh
দিলীপ ঘোষ কি সত্যিই তৃণমূলে নাম লেখাচ্ছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য-রাজনীতির অন্দরে। এরই মধ্যে টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ। এই নিয়ে পদ্মনেতা বলেন, “ইচ্ছা হলে হতে পারে, কোথায়… উপরে চলে যেতে পারি, আর তৃণমূল কী?”
যদিও দিলীপ এও বলেন, “আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেন, যাঁরা দিলীপ ঘোষকে দেখে বিজেপিতে এসেছেন, তাঁরা জানেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন যে, দিলীপ ঘোষ কোনওদিনও তৃণমূলে যাবেন না।” দল-রাজনীতি ধর্মের উর্ধ্বে গিয়ে মানুষ হিসাবে যে তাঁর অনেকের সঙ্গেই ভাল সম্পর্ক সেই কথায় শোনা গেল দিলীপ ঘোষের মুখে।

ভিডিও দেখুন: https://youtu.be/g08tN5xcA24?si=cVlJsjkPKMVeaazE
প্রসঙ্গত, দিলীপ নামে এখন চরম অস্বস্তি বঙ্গ বিজেপি শিবিরে। যেই মমতা নামে এতদিন দিলীপের ‘অ্যালার্জি’ ছিল, হঠাৎ কি করে সেই মমতাই দিলীপের কাছে এত কাছের হয়ে উঠল সেই নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই মমতার সঙ্গে সাক্ষাৎকে দলবিরোধী বলে দাবি করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপের নামে জমা পড়েছে অভিযোগ।
আরও পড়ুন: কাশ্মীর হামলার আবহেই জোরালো গুঞ্জন, এবার সেনা জওয়ানের চরিত্রে সলমন! দর্শক টানতে বড় চমক
সূত্রের খবর, বুধবার রাতেই রাজ্য বিজেপির একাধিক নেতা দিল্লির দরবারে অভিযোগ জানিয়েছেন। জানা যাচ্ছে, দিল্লি জানিয়েছে দিলীপ ঘোষের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে দল। এসবের মধ্যেই এবার নিজের মুখেই নিজের স্ট্যান্ড ‘ক্লিয়ার’ করলেন দিলীপ।





Made in India