বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার নির্বাচন চলছে। রাজ্যের ৯টি আসনে ভোট হচ্ছে এদিন। এই ৯ আসনে নির্বাচনের সঙ্গেই সম্পন্ন হবে চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আর আজই ভোট দিয়ে বেরিয়ে একটি বিরাট কথা বললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সকাল সকাল বেলগাছিয়া কেন্দ্রে ভোট দেওয়ার পর রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ‘মহাগুরু’।
এদিন প্রায় মিনিট চল্লিশ মতো সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকেন মিঠুন। এরপর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন অভিনেতা। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজনীতি (Politics) ছাড়ার ইঙ্গিত করেন তিনি। BJP নেতা বলেন, ‘আমার দলের হয়ে কাজ করার কথা ছিল ৩০ তারিখ অবধি’।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন (Mithun Chakraborty) বলেন, ‘আমি কখনও দু’টো কাজ একসঙ্গে করি না। আমার দলের হয়ে কাজ করার কথা ছিল ৩০ তারিখ অবধি। সেটা আমি করে দিয়েছি। এবার আমার কাজ হল, সিনেমার জগতে ঢুকে যাওয়া। সেই কারণে আমি এবার সিনেমার কথা বলব, রাজনীতির কথা বলব না’।
আরও পড়ুনঃ শেষ দফার ভোটের আগেই তিহাড় থেকে ‘ভয়ঙ্কর’ বার্তা পাঠালেন অনুব্রত, কী এমন বললেন কেষ্ট?
উল্লেখ্য, একদা বামপন্থায় বিশ্বাসী মিঠুন তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার MP তথা সাংসদ হয়েছিলেন। বর্তমানে তিনি BJP-র অংশ। চব্বিশের লোকসভা ভোটে গেরুয়া শিবিরের তারকা প্রচারক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। রোদ, বৃষ্টি মাথায় নিয়েই প্রচার চালিয়ে গিয়েছেন তিনি। তবে এবার ভোট দিয়ে বেরিয়ে মিঠুন যা বললেন, তা থেকে তাঁর রাজনীতি ছাড়ার জল্পনা মাথাচাড়া দিয়েছে।

এদিকে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরে একের পর এক সুপারহিট দিচ্ছেন বলিউডের ‘ডিস্কো ডান্সার’। ‘প্রজাপতি’ থেকে শুরু করে ‘কাবুলিওয়ালা’, মিঠুন যাতেই হাত দিয়েছেন তাই যেন ‘সোনা’ হয়ে গিয়েছে! বর্তমানে তাঁর হাতে রাজ চক্রবর্তীর একটি সিনেমা রয়েছে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এছাড়া সোহম চক্রবর্তীর প্রযোজনায় একটি ছবিতেও কাজ করার কথা রয়েছে। তাই এবার রাজনীতির আঁকচাআঁকচি ছেড়ে সিনেমাতেই সম্পূর্ণ মনোনিবেশ করতে চান তিনি।





Made in India