বাংলা হান্ট ডেস্ক: আরামবাগের গোঘাটের কোটা এলাকায় দলীয় কর্মী কাশীনাথ ঘোষের মৃত্যুতে, এবার বিজেপি নেতা সায়ন্তন বসু চরম হুঁশিয়ারি দিলেন প্রশাসন কে৷ শাসক দলকে বাক আক্রমণ করে তিনি জানান ‘৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে পুলিশকে। তার মধ্যে খুনিদের না ধরতে পারলে অচল করে দেওয়া হবে আরামবাগ মহকুমা।’
দলীয় কর্মী খুন হওয়ায়, ঘটনাস্থলে পৌঁছন সায়ন্তন বসু৷ সেখানে গিয়ে পুলিশ ও প্রশাসনের ধিক্কার জানিয়ে তিনি বলেন, “এখানে নৈরাজ্যের প্রশাসন চলছে। প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না।” তিনি আরও অভিযোগ জানান, বিজেপি কর্মী কাশ্মীনাথ ঘোষকে খুন করেছে তৃণমূল পালিত দুষ্কৃতীরা৷ শুধু তাই নয়, ঘটনাচক্রে হুমকিও দেন সায়ন্তন বসু, তিনি বলেন, “৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে পুলিশকে। তার মধ্যে খুনিদের না ধরতে পারলে অচল করে দেওয়া হবে আরামবাগ মহকুমা।”





Made in India