বাংলা হান্ট ডেস্কঃ দু’দিনের টানাপোড়েন শেষে শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) হেফজতে পেয়েছে সিবিআই। বুধবার সন্ধ্যা ৬:৪০ নাগাদ তাঁকে নিয়ে ভবানী ভবন থেকে বেরোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মামলার কাগজপত্রও সিবিআইয়ের হাতে তুলে দেয় সিআইডি। এবার সন্দেশখালির ‘বাঘ’কে ‘নেংটি ইঁদুর’ বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ইডির ওপর হামলার ৫৫ দিনের মাথায় মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় শাহজাহানকে। তবে গ্রেফতারির পরেও তাঁর শরীরী ভাষায় ফুটে উঠছিল ‘ঔদ্ধত্য’। বিশেষত বসিরহাট আদালতে শাহজাহানের গটগট করে হাঁটা এবং তর্জনী নাড়ার দৃশ্য নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। তবে সিবিআই (CBI) হেফাজতে আসতেই বদলে গেল সেই চিত্র!
“পুনঃ মুষিক ভবঃ” pic.twitter.com/AGcHjH18gV
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 7, 2024
বুধবার ভবানী ভবন থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। গাড়ি থেকে নেমে মাথা নীচু করে সিবিআই আধিকারিকদের সঙ্গে ভেতরে চলে যান সন্দেশখালির সাসপেন্ডেড তৃণমূল (TMC) নেতা। এবার এই নিয়েই তোপ দাগলেন শুভেন্দু।
আরও পড়ুনঃ আসল বাবা নয়, বার্থ সার্টিফিকেটে থাকুক সৎ বাবার নাম! যুগান্তকারী রায় কলকাতা দিল হাই কোর্ট
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন এই বিজেপি (BJP) নেতা। সেখানে ২৯ ফেব্রুয়ারি আদালত চত্বরে শাহজাহানের ‘মেজাজ’ এবং বুধবার সিবিআই হেফাজতে তাঁর মাথা নীচু করে হাঁটার দৃশ্য দেখা গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে আসতেই যেন উধাও হয়ে গিয়েছে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র ‘ঔদ্ধত্য’!

ভিডিওর ওপরে লেখা, ‘পুলিশের সঙ্গে সন্দেশখালির বাঘ’, ‘সিবিআই হেফাজতে নেংটি ইঁদুর’। আজ সকালে এক্স হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী ক্যাপশনে লেখেন, ‘পুনঃ মুষিক ভবঃ’। প্রসঙ্গত, মঙ্গলবারই শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বুধবার দুপুরে সেই রায়ই বহাল রাখেন বিচারপতি হরিশ ট্যান্ডন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার পর সাসপেন্ডেড তৃণমূল নেতাকে হেফাজতে পায় সিবিআই। জানা যাচ্ছে, নিজাম প্যালেসের যে ঘরে অনুব্রত-পার্থ রাত কাটিয়েছেন, সেখানেই রাখা হয়েছে সন্দেশখালির ‘বাঘ’কে।





Made in India