বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এই দুর্নীতির অভিযোগেই গত বছর থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক (Jyotipriya Mallick)। এছাড়াও শাসকদলের আরও একাধিক নেতা থেকে শুরু করে রাইস মিল মালিক গ্রেফতার হয়েছেন বহুজনা। কোমর বেঁধে রেশন দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে তাতে মূল সমস্যার কি আদৌ কোনো সুরাহা হচ্ছে? হেভিওয়েটদের গ্রেফতারিতে কি রাজ্যে অবাধে চলতে থাকা রেশনে দুর্নীতিতে লাগাম পড়েছে? এই প্রশ্নই ফের তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) মাধ্যমে বিতরণ করা টন টন রেশনের চাল কিভাবে বেসরকারি রাইস মিলগুলিতে পাচার করা হচ্ছে তার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইডি তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। এদিন সমাজমাধ্যমে নন্দীগ্রাম বিধায়ক লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সহযোগীরা রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হবার পরেও পশ্চিমবঙ্গে রেশন চুরি বন্ধ হয়নি, তা যে এখনো চলছে এই ভিডিওটি তার প্রমাণ।’
গ্রীন ফরেস্ট হারবোটেক প্রাইভেট লিমিটেড রাইস মিলের এর একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু লেখেন, “পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) মাধ্যমে বিতরণ করা টন টন রেশনের চাল চুরি করে প্রথমে বেসরকারি রাইস মিলগুলিতে পাঠানো হচ্ছে, তারপরে রাইস মিল গুলি থেকে সেই চাল নতুন করে পালিশ করে তা প্যাকেজিং এর পর খোলা বাজারে বিক্রি করা হচ্ছে।” যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।
https://www.facebook.com/share/v/5YMBj1MwGWEAaLQM/?mibextid=wwXIfr

আরও পড়ুন: মাদ্রাসাতে শুধু নয়, জঙ্গি ঘরের কোণেও থাকতে পারে! বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক ফিরহাদ
রাজ্য সরকারকে তোপ দেগে শুভেন্দুর অভিযোগ, “কেন্দ্র সরকারের দেওয়া সাধারণ গরীব মানুষের জন্য বরাদ্দ রেশনের চাল রাজ্য সরকার এবং বেসরকারি রাইস মিল-এর অসাধু যোগসাজশে এভাবেই দিনের পর দিন লুঠ হচ্ছে।” গোটা বিষয়টি ইডি কে খতিয়ে দেখে তদন্তের জন্য অনুরোধও জানিয়েছেন শুভেন্দু।





Made in India