বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় (West Bengal Assembly) বিধায়কদের গাড়ি ঢোকার সময় তল্লাশি। সপ্তাহখানেক আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগেই এই নিয়ে সরব হয়েছিল বিজেপি (BJP)। এদিন বড় প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়? নিরাপত্তারক্ষীদের জিজ্ঞেস করেন তিনি।
বিজেপির উত্তরীয় সরাবেন না বলে জানান অগ্নিমিত্রা (Agnimitra Paul)
জানা যাচ্ছে, গত ১৩ জুন থেকে রাজ্য বিধানসভায় পদ্ম বিধায়কদের গাড়ি চেকিং শুরু হয়েছে। প্রতিবাদ করতে দেওয়া হবে না বলে এত কড়াকড়ি, দাবি গেরুয়া ব্রিগেডের। এদিন বিধানসভায় প্রবেশের মুখে তল্লাশির সময়ই পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন আসানসোল দক্ষিণের বিধায়ক।
মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অগ্নিমিত্রা জিজ্ঞেস করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়?’ নিরাপত্তারক্ষী জবাব দেন, ‘আমার কাছে যা অর্ডার রয়েছে, সেই অনুযায়ী আমি করছি’।
এরপরেই কর্মরত পুলিশ (Police) আধিকারিকদের উদ্দেশে বিজেপি বিধায়ক বলেন, ‘নিয়ম তো সবার জন্য সমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও কি চেক করা হয়? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমার গাড়িতে যদি তল্লাশি চালানো হয়, তাহলে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করা হবে। আমি আলাদা কোনও সুবিধা তো চাইছি না’।

অগ্নিমিত্রা এরপর বিজেপির একটি উত্তরীয় দেখিয়ে বলেন, সেটি সরাতে বলেছিলেন নিরাপত্তারক্ষীরা। কেন সরাব? প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গেই তাঁর দাবি, ‘তৃণমূলের বড় বড় বিধায়কদের গাড়িতে ‘এগিয়ে বাংলা’ লেখা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও লাগানো থাকে। সেই সময় তো গাড়ি ঢুকবে না বলছেন না। শুধু এই উত্তরীয় থাকলে গাড়ি ঢুকবে না বলছেন? সব জিনিস থাকবে, কিছু সরানো হবে না’।
উল্লেখ্য, প্রখ্যাত ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বঙ্গ রাজনীতির পরিচিত মুখ। একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্রে পদ্ম ফোটান তিনি। এবার সেই বিধায়কই বিধানসভায় ঢোকার মুখে গাড়িতে তল্লাশি চালানো নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন।





Made in India