‘রামনবমীতে দেড় কোটি মানুষ শামিল, রথেও তাই করতে হবে’! বিরাট কর্মসূচি শুভেন্দুর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রথযাত্রা (Rath Yatra) নিয়ে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথমবার সেখানে ধুমধাম করে রথ পালিত হবে। ইতিমধ্যেই তোরজোড় শুরু হয়ে গিয়েছে। রাজ্যের নানান প্রান্তে রথকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে তৃণমূলের (Trinamool Congress) নেতা-কর্মীরা। এবার আসরে নামল বিজেপি। রথের দিন রাস্তা ভরিয়ে দেওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রথ উপলক্ষ্যে পাল্টা কর্মসূচির পরিকল্পনা শুভেন্দুর (Suvendu Adhikari)

বুধবার আইসিসিআরে নানান রথযাত্রা কমিটি নিয়ে একটি সভা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে সাধুসন্তরাও ছিলেন। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল, ‘হিন্দুদের এক করো, রথযাত্রা পালন করো’।

এই কর্মসূচি থেকে রথের দিন রাস্তা ভরিয়ে দেওয়ার ডাক দেন বিজেপি (BJP) নেতা। শুভেন্দু বলেন, ‘রামনবমীর দিন রাজ্যে দেড় কোটি মানুষ শামিল হয়েছেন। রথযাত্রাতেও এবার তাই করতে হবে। রথে রাস্তা সাজিয়ে তুলুন, ভরিয়ে দিন’।

আরও পড়ুনঃ ‘খেয়ালখুশি মতো শুনানিপর্ব চালিয়েছেন বিচারপতি অভিজিৎ’! চাকরি বাতিল মামলায় বিস্ফোরক রাজ্য

বুধবারের এই সভা থেকে ২০টি রথযাত্রা কমিটিকে বিজেপির তরফ থেকে আর্থিক এবং অন্যান্য সহায়তা করা হয়। শুভেন্দু জানান, মেচেদা, তমলুক সহ বেশ কিছু জায়গায় রথের কর্মসূচিতে এই বছরও হাজির থাকবেন।

suvendu adhikari

উল্লেখ্য, অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। এরপর এই প্রথমবার রাজ্যে রথযাত্রা হচ্ছে। সেটাকে সামনে রেখে তৃণমূল, বিজেপি উভয়ের তরফ থেকেই একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। গত বুধবারের সভা থেকে রথযাত্রায় রাস্তা সাজিয়ে তোলার, ভরিয়ে দেওয়ার ডাক দেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেই সঙ্গেই জানান তমলুক, মেচেদা সহ বেশ কিছু জায়গায় এই বছর তিনি উপস্থিত হবেন।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।