বাংলা হান্ট ডেস্কঃ সিএএ (CAA) নিয়ে তোলপাড় গোটা দেশ, বাদ যায়নি রাজ্যও। দেশের বিভিন্ন প্রান্তে যেমন সিএএ এর বিরুদ্ধে মিটিং মিছিল র্যালি হয়েছে, তেমনই সিএএ এর সমর্থনেও র্যালি হয়েছে অনেক। দিন কয়েক আগে দিল্লীর চাঁদবাগ এলাকায় সিএএ এর সমর্থনে র্যালিতে উপদ্রবিদের হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা দিল্লী। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক দোকান এবং ঘরবাড়ি।
https://www.facebook.com/saumitrakhanOfficial/videos/628710151007687/
এবার সিএএ এর সমর্থনে মিছিল নিয়ে অশান্তি কলকাতায়। উল্লেখ্য, এদিন বিষ্ণুপুরের বিজেপির (BJP) সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) এবং বাঁকুড়ার বিজেপির সাংসদ সুভাষ সরকারের (Subhash Sarkar) নেতৃত্বে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকায় সিএএ এর সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করা হয়। ওই যাত্রায় বিজেপির সাংসদদের সাথে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতা, নেত্রীরা।
এই মিছিল থেকে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ এবং সুভাষ সরকারকে গ্রেফতার করে পুলিশ। সৌমিত্র খাঁ মমতা ব্যানার্জীর উপর গুরুতর অভিযোগ এনে বলেন, রাজ্যে আইন, গণতন্ত্র বলে কিছুই নেই। মমতা ব্যানার্জী রাজ্য জুড়ে দাঙ্গা লাগাতে বিজেপির মিটিং মিছিলে বাঁধা দিচ্ছেন। ক্ষুব্ধ বিজেপির সাংসদ পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও বড়সড় অভিযোগ তোলেন।

সৌমিত্র খাঁ এর গ্রেফতারির পর ওনার সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে মমতা ব্যানার্জী এবং তৃণমূলের দালাল বলে কটাক্ষ করে। এছাড়াও বিজেপির সাংসদদের গ্রেফতারির প্রতিবাদে বিজেপির কর্মীরা পুলিশের সামনে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে।





Made in India