বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হল বাংলায় একুশের মহারণ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের ৩০টি আসনে নির্বাচন চলছে আজ। শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য কমিশনের তরফ থেকে মোতায়েন করা হয়েছে ৭৩০ কোম্পানির আধাসামরিক বাহিনী। কিন্তু এরপরেও বেশকিছু জায়গা থেকে সামনে আসছে বিক্ষিপ্ত ঘটনা। আরেকদিকে, আজ সকালে কেশিয়ারিতে বিজেপির কর্মীর দেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে।
বেশ কিছু জায়গায় বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। আরেকদিকে, তৃণমূলের তরফ থেকে পুরুলিয়ায় তাঁদের কর্মীদের পেটানোর অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে। এছাড়াও কেশিয়ারিতে বিজেপি পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে।
আর এই প্রথম দফার নির্বাচনের মধ্যে বিজেপি তাঁদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করে দাবি করেছে যে, তৃণমূলের নির্বাচনী ক্যাম্পে লোক হচ্ছে না। বিজেপি ওই ছবি পোস্ট করে লিখেছে, ‘তৃণমূলের ক্যাম্পে এই নীরবতা, পশ্চিমবঙ্গের আসল পরিবর্তনের প্রমান দিচ্ছে ।” বিজেপির তরফ থেকে পোস্ট করা এই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আমাদের পক্ষ থেকে।
তৃণমূলের ক্যাম্পে এই নীরবতা,
পশ্চিমবঙ্গের আসল পরিবর্তনের প্রমান দিচ্ছে । pic.twitter.com/SQrgaCBS6i— BJP West Bengal (@BJP4Bengal) March 27, 2021





Made in India