কালীগঞ্জে হাইভোল্টেজ উপনির্বাচন, কে করবে বাজিমাত? চিনে নিন তিন শিবিরের প্রার্থীদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। তবে তার আগেই রাজ্যে আরেক নির্বাচন। আগামী ১৯ জুন কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (By-election) অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধী সব পক্ষই। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে নিরপত্তার কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। দেশে এই প্রথম নির্বাচনের সময় শুধু বুথের ভেতর না বুথের বাইরেও নজরদারি রাখতে চলেছে নির্বাচন কমিশন। ওয়েবকাস্টিং নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে কমিশন।

কালীগঞ্জে হাইভোল্টেজ উপনির্বাচন | By-election

নদিয়ার কালীগঞ্জ আসনে মৃত্যু হয়েছিল তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের। ফেব্রুয়ারি মাসে তিঁনি প্রয়াত হন। তার ফেলে যাওয়া আসনেই হচ্ছে উপনির্বাচন। বিধানসভা ভোটের আগে সেই কেন্দ্রের হাইভোল্টেজ ভোটের দিকে নজর সব পক্ষের। তৃণমূল ও কংগ্রেস দুই শিবিরই ওজনদার প্রার্থী দিয়েছে কালীগঞ্জ উপনির্বাচনে। এদিকে বিজেপি বেছে নিয়েছে পেশায় কৃষক প্রার্থীকে।

তৃণমূল কংগ্রেসের প্রতীকে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়বেন তরুণ মুখ আলিফা আহমেদ। আলিফা প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। বাবার ছেড়ে যাওয়ায় আসনে এবার মেয়েকে জায়গা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নাসিরুদ্দিন আহমেদ ১ লক্ষ ১১ হাজারের বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছিলেন। এবার সেই আসনে উপনির্বাচনে প্রার্থী তাঁরই মেয়ে। শাসকদলের দাবি, বাবার মতোই বড় ব্যবধানে আলিফা এই আসনে জয় ছিনিয়ে আনবেন।

উপনির্বাচনের জন্য বামেদের সমর্থনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। বামফ্রন্ট-কংগ্রেস জোটে কংগ্রেসের হয়ে প্রার্থী করা হয়েছে কাবিলউদ্দিন শেখকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কাবিলউদ্দিন শেখই হাত শিবিরের প্রার্থী ছিলেন। লিখিত শর্তের ভিত্তিতে উপনির্বাচনে কালীগঞ্জ আসনটি কংগ্রেসকে আরএসপি ছেড়ে দিয়েছে।

ভিডিও দেখুন: https://youtu.be/oC_vy-OV8LM?si=gOsw4JhL-IBTo1nH

উল্লেখ্য ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কালীগঞ্জে আরএসপি লড়াই করত। এরপর ২০১৬ এবং ২০২১ পরপর বামেদের সমর্থনে কংগ্রেস প্রার্থী লড়েন। ২০১৬ সালে বাম সমর্থনে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী জয়ী হন। এবারও সেই জোটেই ভরসা তাদের। আর এই আসনে এবারে বিজেপির বাজি পেশায় কৃষক আশিস ঘোষ।

Security tightened ahead of Kaliganj By Election live streaming of outside available

আরও পড়ুন: অভাবের তাড়নায় বিক্রি করেন সরকারি ট্যাব, ইউটিউবের শিক্ষায় NEET-এ দুর্দান্ত সাফল্য সুন্দরবনের বিদিশার

বহুদিন যাবৎ বিজেপির সঙ্গে যুক্ত আশিস। পূর্বে কৃষাণ মোর্চার ব্লক সভাপতিও ছিলেন। বিশেষজ্ঞদের দাবি, হিন্দু ভোটকে নজরে রেখেই কালীগঞ্জে প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। স্থানীয় দেবগ্রাম পঞ্চায়েতের চার বারের বিজেপি সদস্য আশিস। তার স্ত্রী-ও ওই পঞ্চায়েতেরই সদস্য ছিলেন। সবমিলিয়ে তিন শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে মত অভিজ্ঞ মহলের। উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। ভোটগণনা হবে ২৩ জুন (সোমবার)।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।