বাংলা হান্ট ডেস্কঃ ভিনধর্মী এক মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত স্থানীয় বিজেপি কর্মী (Bjp Worker)। খবর চাউর হতেই মাঝরাতে পরকীয়ায় লিপ্ত যুগলকে ঘর থেকে টেনে বের করলেন প্রতিবেশীরা। এরপর চলল বেধড়ক প্রহার। পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে গেল যে এলাকায় পৌঁছালো স্থানীয় পুলিশ। এরপর যুগলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট চিলাখালির মুসলিম পাড়ায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এক ভিন্নধর্মী মহিলার সাথে পরকীয়া চালাচ্ছিলেন সেখানকার এক বিজেপি নেতার ভাই। দুজনেরই বাড়ি একই পাড়াতেই। দুজনাই বিবাহিত হয়েও নিজেদের সঙ্গীদের চোখ ফাঁকি দিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তাদের এই কীর্তি বাড়ছিল। এলাকা জুড়ে জোর চর্চাও হচ্ছিল তাদের অবৈধ সম্পর্ককে নিয়ে। এরপরই সেই যুগলকে হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করছিলেন এলাকাবাসী। বুধবার সুযোগ মিলতেই আর হাতছাড়া করেননি তারা। প্রেমিক-প্রেমিকাকে নিজের হাতে শাস্তি দিতে চলেছে গণপ্রহার।

জানা গিয়েছে, রোজ রাত তিনটে নাগাদ অভিযুক্ত মহিলার স্বামী কাজে বেরিয়ে যান। বুধবার সেই সুযোগকে কাজে লাগিয়েই মহিলার ঘরে ঢোকেন এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত ওই যুবক। এরপরই খবর পেয়ে প্রতিবেশীরা গিয়ে ঘর থেকে টেনে বের করে যুগলকে ল্যাম্পপোস্টে বেঁধে চলে বেধড়ক মারধর করে। পরে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।





Made in India