বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বালোচিস্তানে ধারাবাহিকভাবে হিংসাত্মক হামলার ঘটনা ঘটছে। পাকিস্তান (Pakistan) সরকার হয়তো দাবি করতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। সর্বশেষ রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ২০২৪ সালে বালোচিস্তানে প্রতি ৩ দিনে ১ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এই পরিসংখ্যানটি কেবল সাধারণ নাগরিকদের। যেখানে সরকারের জন্য কর্মরত নিরাপত্তা কর্মীদের অন্তর্ভুক্ত নয়।
ভয়াবহ অবস্থা পাকিস্তানে (Pakistan):
পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র “ডন” এবং ব্রিটেনের একটি NGO “অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স” (AOAV)-র রিপোর্টে সামনে এসেছে যে ২০২৪ সালে বালোচিস্তান প্রদেশে এখনও পর্যন্ত ১২০ জনেরও বেশি অসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলার জন্য বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে দায়ী করা হয়েছে। যেগুলি ১১৯ জনকে হত্যা বা আহত করেছে।

ক্রমশ বাড়ছে এই ঘটনা: AOAV রিপোর্টে দেখা গিয়েছে যে, ২০২৪ সালে পাকিস্তান (Pakistan) জুড়ে মোট ২৪৮ টি হিংসাত্মক ঘটনা নথিভুক্ত করা হয়। যা ২০২৩ সালের তুলনায় ১১ শতাংশ বেশি। যদিও অসামরিক হতাহতের মোট সংখ্যা ৯ শতাংশ কমেছে। তবুও এটা স্পষ্ট হয়েছে সে সেখানে হিংসাত্মক ঘটনা আরও বিস্তৃত হয়েছে।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের আগে জোড়া ধাক্কার সম্মুখীন টিম ইন্ডিয়া! মাথায় হাত অনুরাগীদের
সামনে এসেছে চাঞ্চল্যকর বিষয়: সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, অসামরিক নাগরিকদের মৃত্যু বা আহত হওয়ার ৭৬ শতাংশই রাষ্ট্র-বহির্ভূত অর্থাৎ জঙ্গি বা বিদ্রোহী সংগঠনগুলির কারণে ঘটেছে। এর অর্থ হল এই ক্ষেত্রগুলিতে সরকারের ভূমিকা খুবই দুর্বল প্রমাণিত হচ্ছে। AOAV রিপোর্টে বিস্ফোরক অস্ত্রের কারণে সর্বাধিক অসামরিক হতাহতের ঘটনা ঘটে এমন ১৫ টি দেশের মধ্যে পাকিস্তানকে (Pakistan) সপ্তম স্থানে রাখা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানে মোট ৭৯০ জন অসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাঁর মধ্যে ২১০ জন মারা গিয়েছিল।
আরও পড়ুন: “সেনাবাহিনীর সঙ্গে আছি…”, মুখ খুললেন পাকিস্তানের আরশাদ নাদিম, নীরজের বিষয়ে বললেন…..
সম্প্রতি একটি বাসে হামলা ঘটে: জানিয়ে রাখি যে, গত ২১ মে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুল বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে। যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘও। বালোচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে খুজদারে ঘটা ওই হামলায় ৪ স্কুল পড়ুয়া সহ কমপক্ষে ৬ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় ৩৯ জন শিশুসহ ৫৩ জন আহত হয়েছে বলেও জানা গিয়েছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India