করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে পুরো ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন, পুরো ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গেও চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে কলকাতা পুলিশ যেভাবে কাজ করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। এবার কলকাতা পুলিশের কাজে অভিভূত হয়ে তাদের ধন্যবাদ জানিয়ে টুইট করলেন প্রাপ্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। রবিবারই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন দাদা।
কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়ে টুইট করে সৌরভ গাঙ্গুলী লিখেছেন, ” লকডাউন এর মধ্যে খুব সুন্দর ভাবে কাজ করে চলেছে কলকাতা পুলিশ, এই সংকটে কলকাতা পুলিশ যেভাবে পরিষেবা দিয়ে চলেছে তার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসন এই লকডাউন এর মধ্যেও নিজেদের কথা না ভেবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন।” সৌরভ গাঙ্গুলির সেই টুইটে রাতে ডিউটিরত বেশ কয়েকজন পুলিশের ছবিও দেওয়া ছিল।

সৌরভ গাঙ্গুলির এই টুইটের পরেই কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা পাল্টা টুইট করেন। নগরপাল অনুজ শর্মা টুইটারে লেখেন যে কলকাতা পুলিশকে এইভাবে উদ্বুদ্ধ করার জন্য সৌরভ গাঙ্গুলীকে অসংখ্য ধন্যবাদ, সৌরভ গাঙ্গুলীর এই টুইট কলকাতা পুলিশকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরো বেশি উৎসাহ যোগাবে।





Made in India