বাংলা হান্ট ডেস্ক : রূপ নয়, কেবল গুণ দিয়েই দর্শকদের মন জয় করেছেন বলি তারকা নানা পাটেকর (Nana Patekar)। দীর্ঘ কেরিয়ারে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এই অভিজ্ঞ অভিনেতা। তবে অভিনয়ের পাশাপাশি তিনি আরও একটা বিষয়ের কারণে তিনি জনপ্রিয়, আর সেটা হল তার অতি সাধারণ জীবনযাপন। এতবড় একজন তারকা হয়েও তিনি বরাবর মাটির সাথে জুড়ে থাকতেই বেশি পছন্দ করেন।
সূত্রের খবর, খুব শীঘ্রই ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে অভিনয় করবেন নানা পাটেকরকে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘জার্নি’ ছবিতে। আর এইসব জল্পনার মাঝেই বড় মন্তব্য করে বসলেন অভিনেতা।
এমনিতে সকলেই জানেন যে, নানা পাটেকর তার মন্তব্যের জন্য বিশেষ বিখ্যাত। এইদিন মিডিয়ার সঙ্গে আলাপকালে হিন্দি ছবির বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন, এত বছর এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকেও তারমধ্যে এখনও কোনও কৃত্রিমতা আসেনি। পাশাপাশি তিনি আরও জানান, যে তিনি মৃত্যুতে বিশ্বাস করেন। তিনি জানেন যে, তার ১২ মণ কাঠ লাগবেই।
আরও পড়ুন : দুর্গাপূজার ফিতে কেটেই লাখপতি! পুজো উদ্বোধনে টলিউড তারকাদের দর কত জানেন?
এইদিন অভিনেতা বলেন, এটিই তাদের শেষ সম্পত্তি এবং শেষ পর্যন্ত এটাই তার সাথে যাবে। নানা বলেন, ‘১২ মণ কাঠ রেখেছি। সেগুলো শুকিয়েও গেছে। আমাকে এই কাঠেই পুড়িও। ভেজা কাঠে পুড়িওনা। ভেজা কাঠে পোড়ালে ধোঁয়া উঠবে। সেই ধোঁয়ায় বন্ধুদের চোখে জল আসবে। এমন সময় মৃত্যুর পর ভুল বোঝাবুঝি হবে যে বন্ধুরা আমার মৃত্যুশোকে কাঁদছে। অন্তত মরার সময় কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়। আপনি মারা যাওয়ার ৩-৪ দিন পর আপনাকে আর কেউ মনে রাখবেনা।’
আরও পড়ুন : কোয়েলের পর এবার দেবীরূপে সোনামণি সাহা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রীর নতুন ভিডিও

এইদিন নানা পাটেকর আরো বলেন, ‘আমি তো আগেই বলেছি যে, আমার ছবিও কেউ লাগাবেননা। আমাকে সম্পূর্ণভাবে ভুলে যান।’ এইদিন আলাপচারিতায় তিনি আরও বলেন, ‘আমরা ৭ ভাই বোন ছিলাম। তারা সবাই মারা গেল, আমি একাই রয়ে গেলাম। বাবা-মা নেই, ভাই-বোন নেই, তাই আমি এখন আর এই পৃথিবীতে নেই। আমার সব অন্য জগতে আছে।’





Made in India