বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগৎ সবসময়ই গ্ল্যামারাস। তারকাখচিত রাজকীয় বিয়ে যেমন এখানে খুবই স্বাভাবিক ব্যাপার তেমনই বিচ্ছেদও একেবারেই জলভাত। এমন বহু সেলেব আছেন যাদের বিয়ের কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে সেই বিচ্ছেদ খুব একটা সহজ হয় না। এর জন্য যথেষ্ট গাঁটের কড়ি খরচা করতে হয় তারকাদের। স্ত্রীয়ের দীর্ঘদিনের খোরপোশ উপরন্তু ছেলে মেয়ের খরচা বাবদ বেশ ভাল রকম অর্থ খরচ করতে হয় তাঁদের। এক ঝলক দেখে নিন এমনই কয়েকজন তারকার বিচ্ছেদের কাহিনি ও তার পরবর্তী ঘটনাবলী।

আরবাজ খান ও মালাইকা অরোরা- বলিউডের অন্যতম হিট জুটিদের মধ্যে একজন ছিলেন মালাইকা ও আরবাজ। একটা সময় খুবই চর্চিত জুটি ছিলেন তাঁরা। কিন্তু তারপরেই চিড় ধরে তাঁদের সম্পর্কে। বিচ্ছেদ হয়ে যায় আরবাজ ও মালাইকার। এই বিচ্ছেদের জন্য মালাইকার খোরপোশ বাবদ ১০-১৫ কোটি টাকা দিতে হয় অভিনেতাকে।
অমৃতা সিং ও সইফ আলি খান- সইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদের বিষয়ে সকলেই জানেন। অমৃতার সঙ্গে বিচ্ছেদের জন্য ৫ কোটি টাকা দেওয়ার কথা সইফের। অভিনেতা নিজেই জানান, অর্ধেক টাকা এখনও পর্যন্ত দিয়েছেন তিনি। এছাড়াও ছেলে ইব্রাহিমের জন্যও প্রতি মাসে অমৃতাকে টাকা পাঠান তিনি।

আমির খান ও রীনা দত্ত- প্রথম স্ত্রী রীনা দত্তকে ডিভোর্স দিয়ে কিরন রাওকে বিয়ে করেছেন আমির। এর জন্য ৫০ কোটি টাকা দিতে হয়েছে তাঁকে।
ফারহান আখতার ও অধুনা ভবানী- এখন অভিনেত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে প্রেম করছেন ফা্রহান। তার জন্য স্ত্রী অধুনা ভবানীকে ডিভোর্স দিয়েছেন তিনি। তবে এর জন্য মোটা অর্থ খরচা করতে হয়েছে তাঁকে। মুম্বইয়ের বাসস্ট্যান্ডের ১০০০০ বর্গফুটের বাংলো দিয়ে দিয়েছেন স্ত্রীকে।

আদিত্য চোপড়া ও পায়েল- পায়েলের সঙ্গে বিচ্ছেদের পর রানি মুখার্জিকে বিয়ে করেছেন আদিত্য চেপড়া। তার জন্য স্ত্রীকে ৫০ কোটি টাকা খোরপোশ দিতে হয়েছে তাঁকে।
সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই- এখন মান্যতার সঙ্গে বিবাহিত জীবনে থাকলেও এর আগে রিয়াকে বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত। বিচ্ছেদের পর খোরপোশ বাবদ নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও লাক্সারি গাড়ি দিয়ে দেন অভিনেতা। এছাড়াও দীর্ঘদিন বাবদ রিয়ার খরচও চালাতে হয়েছিল তাঁকে।
হৃতিক রোশন ও সুজান খান- হৃতিক ও সুজানের বিচ্ছেদ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল বলিপাড়া। এখন তাঁরা ভাল বন্ধু হলেও বিচ্ছেদের পর হৃতিকের কাছ থেকে ৩৮০ কোটি টাকা নিয়েছিলেন সুজান।





Made in India