বাংলা হান্ট ডেস্কঃ বিহারের বাঁকাতে (Banka Blast) মঙ্গলবার সকালে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এই ঘটনা বাঁকার টাউন থানা এলাকার। সেখানে নকটোলিয়ার মাদ্রাসায় হওয়া বিস্ফোরণে (Banka Madrasa Blast) গোটা মাদ্রাসা ধূলিসাৎ হয়ে যায়। বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বিস্ফোরণ এতটাই ভয়ানক ছিল যে, পুরো মাদ্রাসা ধূলিসাৎ হয়ে যায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, মাদ্রাসা সংলগ্ন একটি ঘরে এই বিস্ফোরণ হয়েছিল। বহুদিন ধরে সেই ঘরটি বন্ধ ছিল বলে জানা গিয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ৮টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে আর গোটা এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এই ঘটনার পর গ্রামের প্রায় সব পুরুষই পলাতক। গ্রামের মহিলারাই বিস্ফোরণে খবরের কথা জানান। বিস্ফোরণে চারজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে, সবাইকে কোনও গোপন আস্তানায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে বলে জানা যাচ্ছে।
বিস্ফোরণের পর বাঁকা SDPO ডিসি শ্রীবাস্তব, বাঁকা থানাধ্যক্ষ শম্ভু যাদব সমেত বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছেন। ঘটনার তদন্তের জন্য ডগ স্কোয়াড আর ফরেন্সিক টিম পৌঁছেছে।





Made in India