বাংলাহান্ট ডেস্কঃ কামারহাটির পর টিটাগড় (titagarh), ফের তৃণমূল (tmc) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির (bjp) বিরুদ্ধে। পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজি, অশান্তির মাঝে গুরুতর জখম হন এক বৃদ্ধাও। শনিবার রাতে কামারহাটির তৃণমূল পার্টি অফিসে কর্মীদের হামলার পর এবার টিটাগড়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনার ধরণেও কিছুটা মিল ছিল কামারহাটি এবং টিটাগড়ের হামলার মধ্যে। এক্ষেত্রে অভিযোগ উঠেছে, রবিবার সন্ধ্যায় টিটাগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের সামনে বসে কয়েকজন দলীয় কর্মী কথাবার্তা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন যুবক বাইকে করে এসে হামলা চালায় তৃণমূল কর্মীদের উপর এবং সঙ্গে বোমাবাজি করে বলে অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, এই রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে পথযাত্রী এক বৃদ্ধাও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে সেখানে হাজির হয় টিটাগড় এবং খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু করেছে প্রশাসন। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলেই খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে রবিবার সন্ধ্যায় তৃণমূল কমী সমর্থকরা বসে কথাবার্তা বলছিলেন। এমন সময় ৮- ১০ জন দুষ্কৃতী এসে আচমকাই বোমাবাজি শুরু করে দেয়। প্রায় ৬- ৭ টি বোমা ছোঁড়ে দুস্কৃতীরা। এমনকি বন্দুকের বাঁট দিয়ে মারধরও করে সবুজ শিবিরের কর্মীদের। সেইসময় ওই রাস্তা দিয়ে এক বৃদ্ধাও যাচ্ছিলেন। এই সংঘর্ষে তিনিও গুরুতর জখম হন। তবে এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে থাকলেও, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।





Made in India