বাংলা হান্ট ডেস্ক: নৃশংসতায় ছেয়ে গেছে গোটা রাজ্য, বালির পর এবার বেলুড় স্টেশনে দিনের বেলাই যুবতীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হল এক যুবক। আজ সকালে হাওড়া জেলার বেলুড় স্টেশনে ঘটেছে ঘটনাটি।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বেলুড় স্টেশনে এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক যুবক কাঁচি হাতে হামলা করে ওই যুবতীর উপর। অন্য দুই যুবক আক্রান্ত যুবতীকে বাঁচাতে গেলে আহত হয় তারাও। ঘটনাস্থলে গুরুতর জখম হয় ওই যুবতী, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে।
এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে বেলুড় স্টেশন চত্বরে। অভিযুক্ত যুবককে ‘এটেম টু মার্ডার’ কেসে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে খবর বেলুড় জিআরপি ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে ওই যুবককে। যদিও এখনও জানা যায়নি, ঠিক কি কারণে ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে চড়াও হলো ওই যুবতীর ওপর। হঠাৎ হাওয়া এই হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।





Made in India