বাংলাহান্ট ডেস্ক: বাচ্চারা সামান্য ইনজেকশনের কথা শুনলে কেঁদে উঠে, আর এই বিস্ময়বালক গান গাইতে গাইতে সেরে ফেলল কঠিন অপারেশন। আর সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই অবাক হয়ে যায় সবাই।
বাচ্চাটির নাম অনন্যা চক্রবর্তী। থাকে বীরভূম জেলা সিউড়ি তে। মঙ্গলবার দিন অনন্যকে সিউড়ি জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অনন্যর ফাইমোসিস অপারেশন হবে।

অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অনন্য কে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে দুশ্চিন্তা করছে তার আত্মীয়-স্বজন। যেখানে বাচ্চারা সামান্য একটা সুঁচ ফোটাতে ভয় পায় সেখানে অপারেশন থিয়েটারে বেডের উপর শুয়ে ঘন্টার পর ঘন্টা গান গেয়ে চললো এই বিষ্ময় বালক। অনন্যকে গান গাইতে দেখে সেটার ভিডিও করেছে অপারেশন থিয়েটারে থাকা ডাক্তার ও কর্মীরা।
যে ডাক্তার অনন্যের অস্ত্র প্রচার করেছিলেন তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ২৭ বছর চিকিৎসার অভিজ্ঞতা যা বলে এই অপারেশন করতে গেলে ওই বয়সী শিশুদের অজ্ঞান করতে হয়। অনেকেই অপারেশনের নাম শুনলেই কান্নাকাটি জুড়ে দেয়, অরন্যের প্রশংসনীয় সাহস দেখে আমরা সবাই অবাক। আমরা তাকে পুরো অজ্ঞান না করে শুধুমাত্র ফাইমোসিসের অংশটুকু অবশ করে দিয়ে অপারেশন করেছি।
অনন্য সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘অপারেশনের সময় ডাক্তার বাবু আমাকে গান গাইতে বলেছিলেন। আমি গান গেয়েছি। যে গানগুলো শিখেছি সেগুলোই ঐদিন গেয়েছি।’





Made in India